তারিখ ঃ – ৩০/০৭/২০২১ ইং , সময় – রাত – ১০-০০ টা ।


অন্তহীন  বাসনা !


হতো মনের বাসনা পূর্ণ
জীবন হতো আলোকসুন্দর ধন্য ।
বসন্তের কলকন্ঠ হতাম
কুহু তানে সকলের প্রাণ জুড়াতাম ।
কান্তার কুসুম হতাম
সবার হৃদয়ে  শোভার সাথে সুগন্ধির বিলাতাম ।
হতাম রাশি রাশি বৈচিত্রময় ফল
হরেক রকম স্বাদে সিক্ত করতাম অন্তর ।


হতাম ঝির্ ঝির্ বাতাস
তনু মনে শীতল করতাম অবকাশ ।
পত্র-পল্লবে শোভিত বৃক্ষের ছায়া হতাম
প্রশান্তি দিয়ে পথিকের ক্লান্তি  ঘোচাতাম ।
নদীর অশান্ত ঢেউ হতাম
হৃদে দুর্নিবার দোলা জাগাতাম ।
হতাম আমি রত্নাকরের অতল তলদেশ
ঝিনুক , শৈবাল , মণিমুক্তায় সবার প্রাণ ভরাতাম ।


অসীম নীল অম্বর হতাম
আশা-আকাঙ্ক্ষা , উদ্দীপনার প্রদীপ জ্বালালাম  ।
মিটিমিটি তারকা , পূর্ণিমার দ্বিজরাজ  হতাম
স্নিগ্ধ মমতায় মন ভরে দিতাম ।
হতাম অবারিত অন্তরীক্ষে উড়ন্ত বিহঙ্গ
মানব চিত্তে বহে দিতাম পুলকিত তরঙ্গ ।
হতাম প্রিয়ার এলোমেলো রেশমী চুল
ভাঙাতাম প্রিয়তমের অলস অর্থহীন ভাবনার ভুল ।।


মানসলোকে জাগে স্বপ্ন অপরকে ছোঁয়াতে উল্লাস ও অপার সুখ
তখন তারই পরশে উদ্ভাসিত হতো আমারি ক্ষুদ্র বুক ।


শরীফ নবাব হোসেন ।