তারিখ ঃ -  ২৯/১০/২০২২  ইং ।


অনুপমেয়   শরৎ  ! !


শরৎ কে ভালোবাসি
কাশফুলের হাসি
শ্বেত মেঘে ভাসি
কাননে পুষ্প রাশি রাশি ।


শারদ সৌন্দর্য অবিনাশী
অপলক চেয়ে থাকি
সকাল-সন্ধ্যায় ডাকে পাখি
উৎসবে মেতে আছি ।


শারদীয় মোহ-মায়া
পুলকিত হিয়া
নাচে উদ্যম কায়া
দীঘিতে শশীর ছায়া ।


শরৎকালীয় স্নিগ্ধতা
অরূপের বারতা
অনুভবে মিষ্টি
হঠাৎ নামে বৃষ্টি ।


শরৎ জানায় অভিনন্দন
হেমন্তের আগমন
দু’ঋতু ই সবার প্রিয়
প্রকৃতির সুশ্রী তে কমনীয়  ! !


শারদের অতি কাছে
হেমন্ত সেজে আছে
কৃষকের ঘরে নবান্ন
সোনার ধানে আনন্দ ।।


শরতের রমণীয় নিসর্গ
বিধাতার অর্পণে স্বর্গ
সে বাংলার অনন্ত প্রেয়সী
অনুরাগে তাকে ভালোবাসি ।


শারদের সুকান্ত
কুসুমের বাহার
শাপলা ছাতিম
শিউলি হিমঝুরি
গগনশিরীষ মিনজিরি
পান্থপাদপ শেফালি
বকফুল কাশফুল
অচেনা কত বনফুল
তারা করেছে মুগ্ধ
শরৎ হয়েছে ধন্য
বাংলা অপূর্ব কান্তিমানে
শাশ্বত অনন্য   ! !


শরীফ নবাব হোসেন ।