০২/০৫/২০১৯ , রাত – ৯ -০০টা

অশান্তি  !


মানুষ কর্তৃক সৃষ্ট  অশান্তি
তা বড়ই জ্বালা ময় ও নির্মম ।
অশান্তির কাজ করো না
কাউকে বিপদে ফেল না ।
অনর্থক সৃষ্টি  বাজে কাজ
অশান্তির মাঝে পড়বি  আজ ।
অঘটন ঘটালে হয় অশান্তি
মনের কোণে নেই প্রশান্তি  ।


অশান্তি আসে অতি লোভে
দিন যায় তেক্ত ক্ষোভে ।
চাওয়া-পাওয়ার শেষ নেই
অশান্তি থেকে রেহায় নেই ।
ভালো  কাজে বাঁধা দিলে
অশান্তির বেশ দেখা মিলে ।
মন্দ কাজ যোগালে বেশী
অশান্তি  মিলে রাশি রাশি ।  


আইন-কানুন ভংগ কর
অশান্তি তে  ফের জড়িয়ে পড় ।
নিয়ম-নীতির তোয়াক্কা না কর
জীবনে অশান্তি আসে বড় ।
মানুষকে যতই ঠকাতে চাও
অশান্তির আমেজ ততই পাও ।
যেখানে চলে মানবতা বিপন্ন
অশান্তি সেখানে  চরম আসন্ন ।


অনুপস্থিত যেথায় ন্যায় পরায়ণ তা
অশান্তির বাজে ঘন ঘটা ।
জুলুম , নির্যাতন , খুন , বর্বরতা
নিয়ে আসে অশান্তির বারতা ।
ছল-চাতুরীর আশ্রয় নেবে
অশান্তির আগুনে  পুড়ে মরবে ।
অন্যায় , অপরাধ , ঘুষ বাড়বে
মানুষের অশান্তি ততই জাগবে ।


চর্চা  বেশী মানুষে মানবতা
নিঃশেষ হবে অশান্তির ক্ষমতা ।
অপশক্তির কর সজোরে  রোধ
অশান্তি হ্রাসে জাগ্রত বিবেকবোধ ।
  সুন্দর কাজের শুভ প্রেরণা
বিলীন হবে অশান্তির যন্ত্রণা । ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , চট্টগ্রাম ।