তারিখ ঃ – ২০-০৪-২০২২ ইং , সময় – সকাল ঃ ১১-২০ মিনিট ।


অতি   লোভের   ফল
( গীতি  কবিতা )


খাইও না খাইও না বেশী
হইবো ডাইবেটিস আর হৃদ রোগ
কইরো না কইরো না বেশী লোভ
অতি লোভ কাইড়া নেয় সব সুখ !


বাড়াইও না বাড়াইও না হাত  পরের সম্পদে
ডাইকা আনবে সংসারে বিপদ-আপদ
গ্রাস করিও না করিও না অন্যের জিনিস
শান্তি আসিবে না সেখানে- মনে রাখিস ।


নিও না নিও না -দায়িত্বের কাজে ঘুষ
গজব নামিলে তোমার থাকিবে না হুশ
ঘুষ দাতার বাড়ে , বড়ই কষ্ট-জ্বালা
ঐ অভিশাপে- ঘুষ খোরের জীবন হইবে জ্বালা পালা ?



ঘুইরো না ঘুইরো না কেবল
অবৈধ , অনৈতিক আয়ের পিছে
সে অপরাধের আগুনে জ্বলে
তোমার জীবনের শান্তি হইবে মিছে  !



বাড়াইও না বাড়াইও না পা
অন্ধকার পাপ-পঙ্কিলের পথে ----------
পাপে তাপে , মন্দ কাজে
সুখ শান্তি- নষ্ট না হয় যাতে ।।  



কইরো না কইরো না
অতিশয় দুর্নীতি , স্বজন প্রীতি
দুর্নীতির বেড়াজালে ধ্বংস হইবে
সমাজে শান্তি শৃঙ্খলার নীতি-গীতি ।



দিও না দিও না অসহায় মানুষকে কষ্ট
অন্তরের অভিশাপে তোমার ভালে জুটিবে নষ্টের ভ্রষ্ট
কইরো না কইরো না জুলুম , অত্যাচার
নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ করিবেন তোমার বিচার  !



ঠকাইও না  ঠকাইও না- এতিম , নিঃস্ব , দুর্বলকে  
সুগম কইরো না সখে- জাহান্নামের ঐ পথকে
সুখের জন্য কইরো যত অন্যায়-অবৈধ কারসাজি
সুখ তো মরীচিকা ; ধরায় নামিবে অশান্তির পাপারাজি   ! !


শরীফ নবাব হোসেন  ।