তারিখ  ঃ - ২৪/১০/২০২২  ইং ।


পাগলা  ঘোড়া  - ০২  ।।


( আজকে  বাজার  থেকে  ফিরে হাল-চাল-চিত্র  দেখে অধমের  এ  কয়টি পঙক্তি  লেখার  প্রয়াস  । )


পাগলা ঘোড়া –
হয়েছে আরো বেশী মাতাল
লজ্জা-শরম খৈ হারিয়ে
ছুটে চলছে  অনায়াসে বেতাল  !


তার নেই কোন তালগোল
বকছে বেসুরে আবোল তাবোল
সে আপন মনেই চলছে
জন-মানুষের ধর না ধারছে ।


বাজারের হালচাল –
দ্রব্যমূল্য বৃদ্ধি তে বেসামাল
সবকিছুর দাম ই আকাশ ছোঁয়া
ক্রেতার চোখে মুখে যন্ত্রণার ধোয়া ।


কী কিনবে  ?  ভাবনায় অস্থির
কেনার যে নেই সাধ্য
আহার-রিজিক সযত্নে কমাতে
হয়েছে তারা পুরোপুরি বাধ্য  ! !


চিনির বাজার একশ দুই
আটা ময়দা সাবান শতক ছুঁই ছুঁই
পঞ্চাশের নিচের সবই একশ বা উপরে
শতকের ঘরের পণ্য দু’শর উপরে ।


রজ্জু বেড়েছে দ্বিগুণ তিন গুণ  
জীবন এখন তেলে-বেগুনে আগুন
যাদের আছে অসাধু আয়
তাদের কাল যাচ্ছে বসন্তের ফাগুন  ! !


ক্রেতারা হাই-হুতাশে হতাশ
ব্যবসায়ী রা খাচ্ছে প্রশান্তির বাতাস
দেশের কর্তা ব্যক্তিরা বুলিতে বেফাঁস
সিণ্ডিকেটের জাল পাতা মহারতিদের চারিপাশ  ? ?


এভাবে চলবে আর কত দিন---------
কারো মহা সুদিন , কারো দুর্দিন
খাচ্ছে কেহ দুধ ভাত , অনেকেরই সর্বনাশ !
এটাই আমাদের নিয়তির নির্মম পরিহাস  ?


ছুটছে বেপরোয়া পাগলা ঘোড়া
আমাদেরই নিরত কর্পর পোড়া
কখন সে নিঠুর থামবে  ?
অর্ঘ আবার  অনুকূলে কমবে ।।


সহজলভ্যতা ই সাধারণের সদা প্রত্যাশা
করে প্রয়োজন মত পাবার আশা
হয় এর উল্টো- যাদের কারসাজিতে
তারা জাতির শত্রু- নয় কী তাতে  ? ? ?


শরীফ  নবাব  হোসেন  ।