তারিখ  ঃ -–১৮/১০/২০২২   ইং  ।


পাগলা  ঘোড়া  ! !


দ্রব্যমূল্য বাড়ছে
উৎকোচের চাহিদা ও দিন দিন বাড়ছে
দুর্নীতি ও সমান তালে এগোচ্ছে
যানবাহন ভাড়া বাড়ছে
যাত্রীর জানের নিরাপত্তা  , মান সম্মান ও সেবা কমছে
সকল সেবা খাতে
সেবা তো নয়
ভোক্তা-গ্রাহকের হয়রানি বাড়ছে  ,
যারা সেবা দেয়ার কথা
তারা প্রভুর আসনে হয়েছে আদিষ্ট
তাদের চোখ রাঙানি আর যাতানিতে
ভোক্তা-জনতা নরকে পিষ্ট
চরম অতিষ্ঠ  ।।



গ্রাহক হয়রানির অভিযোগের
পাচ্ছে না প্রতিকার
যার যার দরবারে চাইবে প্রতিকার
সে বা তারা সজ্ঞানে নির্বিকার  ?  
সকল খাতে বাড়ছে ব্যয়  
সে রূপে বৃদ্ধি পাচ্ছে না আয়
সমস্যার দ্রুত সমাধান না হয়ে
হচ্ছে  আর্থিক , শারীরিক ও মানসিক ক্ষয়
কাজে হয় যতই কালক্ষেপণ
খরচ ও হয়রানি বাড়ে প্রতিক্ষণ ।



অথচ , দাপ্তরিক ক্রিয়া সমাধানের তাগিদে
সর্ব ক্ষেত্রে  কর্মচারী , কর্মকর্তা
আছে নিয়োজিত
আছে দপ্তর , পরি দপ্তর বণ্টন
রয়েছে সুসজ্জিত অফিস
সরবরাহ হচ্ছে লজিস্টিক বা মালপত্রের যোগান
কর্মীরা ভোগ করছে নিয়মিত
বেতন , ভাতা , বোনাস , মেডিকেল ও পরিবহন সুবিধা
আছে আরো কত কী  ?
পদে পদে ঢালে খাঁটি  ঘি  ! !  



এরপরও ভোক্তা সাধারণের
সেবা দান বা প্রয়োজনীয় কর্ম সম্পাদনের
বেলায় প্রচুর অবহেলা ও গড়িমসি
আর ওরা ---------  ?  ঘটমানে পটীয়সী ।।  
কিন্তু- মানুষের আয়-রোজগার
সে রকম বাড়ছে না !
প্রাত্যহিক আয়-ব্যয় মিলছে না ,
এ কারণে ভোগান্তি ও হতাশা
বাড়ছে দিন দিন  !!  
এসবের প্রতিকার কোথায়
কার কাছে -----------  ? ? ?


শরীফ  নবাব  হোসেন  ।