০৫/০২/২০২০, সময় - সন্ধ্যা – ৬-০০টা


পার্ক  ভিশন  ! !


পার্কে  যায়
ফুসকা খায়
মতিগতি ঠিক নাই
বাদাম চিবায় ।


নির্জনে বসে বসে
আড্ডাটি মারে কষে
পকেটের হুশ নাই
করি কী উপায় !


বেশী কথা বলার
সময় আমার নাই
বন্ধুরা বসে আছে  তর্কে
তারাতাড়ি যেতে হবে পার্কে ।


মা-বাপে কষ্ট  করে
পড়ার খরচ যোগায়
সন্তানেরা বিপথে চলে
মা-বাপকে অশান্তিতে ভোগায় ।


পার্কে  পার্কে  করোনা বেশী
মূল্যবান সময় নষ্ট
ভবিষ্যতে পাবে কষ্ট
সময় গেলে জীবন হবে অতিষ্ট  ।


পার্কে  যত ঘোরাঘুরি
করুক শত মোরামু্রি
এসবের  নেই কোন অর্থ
জীবনের মূল্য কী দিতে পারবে যথার্থ  ?


সুদিন-সুসময় থাকলে
জুটে বন্ধু-বান্ধব অনেক
দিন ফুরালে  হলে বেকার
ফিরে তাকায় না কেহ আর !


প্রাকৃতিক পরিবেশে বিদ্যমান পার্ক
কু্কাজে করোনা  এটাকে ডার্ক  
অযতথার মিশ্রণের জায়গা নয় সেটা
নির্মল সুচারু বিনোদনের জন্য এটা !


শরীফ নবাব হোসেন, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।