০৯/০৪/২০২০, সময় – দুপু্র – ১২-৫০ মিনিট


পবিত্র  শবে  বরাত


শবে বরাত শ্রেষ্ঠ মহিমান্বিত রজনী
অনেক বেশী কল্যাণ ও সৌভাগ্যের রজনী ।
শবে বরাতে দিনে রোজা রাখা  এবঙ
সারারাত জেগে নামায আদায় করা অধিক উত্তম ।
তাছাড়া উত্তম তসবিহ, জিকির-আজকার, দোয়া-দরুদ পাঠ,
কুরআন তিলাওয়াত, বেশী বেশী প্রার্থনা করে গুনাহ মাফ চাওয়া ।


এ রাতে আল্লাহপাক অবতরণ করেন
দুনিয়ার নিকট আসমানে -
বান্দাদের জন্য খুলে দেন, তাঁর অশেষ রহমতের দরজা ,
বিশেষভাবে ক্ষমা করে দেন তাদের এ রাতে,  
গোনাহসমূহ মাফ করে দেন,
মনোবাসনা  পূর্ণ  করে দেন মু্মিনের ।
শবে বরাতের রাতে অধিক উত্তম দোয়া করা
দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সফলতার লাভের ।


মহান দয়ালু আল্লাহপাক -
এ রাতে বিপদগ্রস্তকে করেন বিপদ মুক্ত
রিযিক তালাসকারীদের বন্টন করেন রিযিক
নির্ধারণ করে দেন এ বছরে
যারা জন্ম নেবে এবং যারা মৃত্যু বরণ করবে তাদের ।
সুতরাং, সারারাত জেগে ইবাদত ও প্রার্থনা করে
আল্লাহতায়ালার কাছে চাইতে হবে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তি ।


শরীফ  নবাব হোসেন ।