স্থান-মক্কা নগরী , তারিখ- আগস্ট-২০১৯


পবিত্র কাবা শরীফ


কাবা শরীফের মান-মর্যাদা, মহাত্ম
আল্লাহ তালার সৃষ্টি ।
শ্রেষ্ঠ মহিমান্বিত প্রার্থনার স্থান
পবিত্র কাবা শরীফ ।
কাবার মাঝে আছে,
পবিত্র হাতিম,হাযরে আস্ওয়াদ ও মুলতাজিম,
যা দোয়া কবুল ও গুণাহ মাফের উতÍম স্থান ।


কাবার টানে তাঁর চারিদিকে
লক্ষ মানুষের আগমন
লাব্বাইকা ধ্বনিতে ভরে উঠে প্রাণমন ।
এসেছে মুমিন খানায়ে কাবায়,
সকল চিন্তা মুক্ত হয়ে
ইবাদতে মশগুল সবাই ।
মুসাফির গণ ক্লান্তিহীন পথ চলছেই
নিজেকে সপেঁ দিয়েছে কাবায় মনে-প্রাণে
রবের সন্তুষ্টির আশায় ।


আরবের মরু পথ বেয়ে বেয়ে
ছুটেছে পাগল পবিত্র হারামে
একটায় শুধু লক্ষ্য তাকওয়ার উদ্দেশ্য নিয়ে ।


ওেহ পথিক! একটু থামো,
যাচ্ছো কোথায় ?
সময় যে আমার নেই, যাচ্ছি খানে কাবায় ।
মশগুল ! মশগুল ! মশগুল !
আল্লাহর  রাহে মশগুল কাবায়
সালাত ও কোরআন তিলওয়াতে বিভোর সবাই ।


      ওহে ! চেয়ে দেখ জগৎবাসী,
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ধবনিতে
     আল্লাহতালার রহমতের প্রত্যাশী ।
     কাবা সারা বিশ্ব মুসলিম জাহানের,
ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ, ভালোবাসা ও সহনশীলতার
      তথা বহি:প্রকাশ বিশ্ব মানবতার ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মিরবাড়ি ।