তারিখ  ঃ – ২৯-০৮-২০২২  ইং  ।


পবিত্রতা  ।।


দেহের পবিত্রতা
পোশাক-পরিচ্ছদের পবিত্রতা
আত্মার পবিত্রতা
আয়ের পবিত্রতা
ব্যয়ের পবিত্রতা
রিজিকের  পবিত্রতা
বা হালাল খাবার
আচার-ব্যবহারের পবিত্রতা
চলাফেরায় শালীনতা
কাজ কর্মে , লেনদেনে
কাউকে কষ্ট না দেয়া
তারপর ইবাদতে সুষ্ঠু একাগ্রতা  ।।



রসূল করীম  ( স: ) বলেছেন –
‘’  পবিত্রতা ঈমানের অংগ  ‘’ ।
যদি জাগতিক সব কিছুতে -
পবিত্রতা আনতে না পারি
পরিশুদ্ধতার বদলে ইচ্ছেমতো চলি
আল্লাহর বিধি-বিধান না মানি
পবিত্রতার ধার না ধারি
শুদ্ধতার অনুশীলন না করি
আয়-রোজগার হালাল না হয়
মানুষের জানমালে করি হস্তক্ষেপ  
তাহলে কোন ইবাদত ই মহান -
রবের কাছে হবে না কবুল  ? ?


শরীফ  নবাব  হোসেন  ।