১৯/১২/২০১৯, রাত-৮-৩০ মিনিট


পড়ালেখার  ছড়া


পড়ালেখার নেই বিকল্প
ইহা একটি অসাধারণ গল্প
ইহার কোন নেই ক্ষয়
চু্রি ডাকাতির নেই ভয়
পড়ালেখা যে অনন্য
রুপে গুণে লাবণ্য
পড়ালেখা আছে যার
মান-সম্মান রয়েছে তার
ইহার পথটি অতি সুন্দর
আলোকিত হয় অন্তর ।


এটাতে নেই কোন ক্ষতি
এটি ছাড়া হয় না গতি
ইহা দেখায় সঠিক পথ
দূর করে কুটিল মত
পড়ালেখাতে হয় বিদ্যাপতি
দাঁড়াতে পারে না কোটিপতি
ইহা ছড়ায় কোটি জ্যোতি
হী্রা-পান্নার চেয়েও দামী অতি
পড়ালেখা নেই যেখানে
অন্ধকার নামে সেখানে ।


দূর করে দেয় অসৎ অন্ধকার
প্রয়োজন হয় পড়ালেখার
ছাত্র-ছাত্রীর খাটি পড়ালেখা
অশুভ শক্তির হয় না দেখা
পড়ালেখা করে ভালো
বিশ্বময় ছড়ায় আলো


সাথে থাকলে পড়ালেখা
সুন্দর জীবনের মিলে দেখা
ইহা অতিশয় চমৎকার
নিতে পারে জগতের ভার ।


পড়ালেখা নেই যার
পৃথিবীটা অন্ধকার তার
পড়ালেখায় প্রাণ পুলকিত
ভবিষ্যত হবে আলোকিত
পড়ালেখায় ঘুচায় অপমান
বাড়ায় শুধু কর্ম জ্ঞান
এটা ধার ধারে না পেশী শক্তি
মেনে চলে তর্ক-যুক্তি
পড়ালেখায় অসীম শক্তি
ইহাতে মিলে মহা মুক্তি ।


শরীফ নবাব হোসেন স্যাম্ব, মীরবাড়ী,