তারিখ ঃ – ০৬-০৬-২০২১ ইং , সময় – সকাল – ১০-২৫ মিনিট ।


           পরিবেশ ,  প্রকৃতি  এবং  মানুষ  ।।
        ( বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিবেদন )


                      প   রি   বে   শ –
সৃষ্টির সৌন্দর্যে  আঘাত –প্রতিঘাত না করাই  সর্বোত্তম শ্রেয়
এদের সুচারু , সঠিক রক্ষণাবেক্ষণ ই মানবের করণীয় ,
জীববৈচিত্র প্রকৃতি ও পরিবেশের মূল্যবান অঙ্গের রূপকার
তাই তাদের বাধাহীন জীবন ধারণের দিতে হবে অঙ্গীকার ।।


প – পরিবেশ মহান স্রষ্টার অর্পিত শ্রেষ্ঠ সম্পদ
এটাকে সুরক্ষা দিলে ভালো যাবে বর্তমান ও ভবিষ্যত ,
পরিবেশের মাঝেই আমরা থাকি বেঁচে
এর পারিজাত রূপ  ধ্বংস হলে বাঁচব কিসে ?
রি – রিপু কে করি দমন , বন্ধ করি পরিবেশ দূষণ
তখন ঘটবে না রোগ-ব্যাধি , দুর্যোগে  মানব জাতির অকাল মরণ ।
বে – বেশরমের ন্যায় পরিবেশকে করোনা নষ্ট-পরিত্যক্ত
এতে মানব জীবন হবে সহসা বিপর্যস্ত ।
শ – শাণিত স্বর্গীয় লাবণ্যে ভরবে বসুন্ধরা
সতেজ করলে নিরবধি কালের পরিবেশ ,
জগত-জীবন নিস্তার পাবে
হতে পরিবেশের রুদ্র মূর্তির  বেশ ।  



                    প্র   কৃ    তি –


প্র – প্রকৃ্তিকে প্রকৃত ই সংরক্ষণ করি অবিরত
প্রজন্মকে স্বাচ্ছন্দ্যে  বাঁচিয়ে রাখি অনাগত ।
কৃ – কৃষ্টি , সংস্কৃতি , সভ্যতা ও শিক্ষার বিকাশ নির্ভরশীল প্রকৃতির
ইহার ক্ষয়ের কারণ মানুষের অশান্ত , অসহিষ্ণু গতিবিধির ।
তি – তিলোত্তমা স্বর্গের  ধরিত্রী গড়বে  প্রকৃতির রূপায়নের কল্যাণে
সুস্থ জীবনধারা বহমান থাকবে , প্রকৃতির সঠিক ও সুষ্ঠু মূল্যায়নে ।


আসুন , আমরা প্রকৃতি ও পরিবেশের যথাযথ সুরক্ষায়
ত্যাগের মানসে দিয়ে থাকি পূর্ণ মনোযোগ ,
তাহলে , নিরুপম শান্ত , স্নিগ্ধ , বাসযোগ্য পরিবেশে
নিরবশেষ কাল ধরে করতে পারবো জীবনের মনোরম সম্ভোগ  ! !


শরীফ নবাব  হোসেন ।