১৭/০৬/২০২০ ইং , সময় – রাত -৮ -০০ টা


পরিবেশ ও জীববৈচিত্র


জগতে আছে জীববৈচিত্র
হাজার-লক্ষ রকম তাদের চিত্র
বসুন্ধরাকে করেছে শোভাময়  বিচিত্র
তাইতো সে এত সুন্দর শিল্পীর আঁকা ক্যানভাসে চিত্র
সৃষ্টিকর্তা  সৃষ্টি  করেছেন পৃথিবীর জন্য
প্রায় তেরো লক্ষ প্রাণী-প্রজাতি
আর চার লাখের মতো উদ্ভিদ প্রজাতি
সে কারণে ধরণী হয়েছে নৈসর্গিক  সুন্দরের  এক অনন্য ।


স্বকীয় বৈশিষ্ট্যে  বৈশিষ্ট্য  মণ্ডিত এরা প্রতিটি প্রজাতি
আলাদা বৈশিষ্ট্য  দিয়েই ভিন্ন ও চিহ্নিত এক থেকে আর এক জাতি
তাইতো জীবে রা কারো সাথে কেউ যায় না মিলে
এখানেই তো জীববৈচিত্রের চমকপ্রদ খেলা খেলে
এ বৈচিত্র ই সৃষ্টির সেরা অপরূপ রহস্য
প্রকৃতি তাই এত লীলা নিকেতনে বিন্যস্ত
জীববৈচিত্রই ভুবন কে দিয়েছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ
এটা স্থিতিশীল বাসযোগ্য বিশ্ব  পরিক্রমা রাখতে ব্যস্ত  অনিমেষ ।


একটি প্রজাতির জীবের বিলুপ্তি
পরিবেশে ঘটায় ব্যাপক ক্ষতি
তাই ক্ষিতির পরিবেশ সুরক্ষার জন্য
জীববৈচিত্র বিরাজমান থাকা বিশেষ গুরুত্বপূর্ণ  ।


বিপুল  সংখ্যক  জীবের ক্রিয়া-কর্ম  ও তৎপরতা ই  পরিবেশের ভারসাম্য
এতে জীববৈচিত্রের নানাবিধ কাজের ভূমিকা অসামান্য
শকুন , চিল , কাক প্রকৃতির জঞ্জাল করে সাফ
যদি তা না হতো ভূতল রোগ জীবাণুতে হতো সয়লাব
পেঁচা , ঈগল , চিল , বাজপাখি সদা সতর্ক থাকে শিকারে
এ প্রজাতি রা ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ রাখে
কোন জীব ই নয় ধরণীর জন্য অপ্রয়োজনীয়
তাই বাস্তুতন্ত্রের  স্থিতিশীলতা  রক্ষায় জীববৈচিত্রের কর্ম  অতুলনীয় ।


প্রতিটি জীবের পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতাই  
জীবন ক্রিয়া পরিচালনার চাবিকাঠি
জীব  জগতে গাছপালা ও প্রাণী দের মধ্যে বিদ্যমান
জৈবিক সম্পর্ক ই সহবস্থানের মাপকাঠি  
মহী তে বিরাজমান জীব গুলোর প্রাচুর্য  , ভিন্নতা ও মিথস্ক্রিয়াই জীববৈচিত্র
পরিবেশ ও ভূমন্ডলের ভারসাম্য রক্ষায় এদের নিরবচ্ছিন্ন উপস্থিতি বিচিত্র  । ।


শরীফ নবাব হোসেন ।


টীকা :- মিথস্ক্রিয়া -  সহাবস্থানকারী জীব গুলোর মধ্যে  যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া  বলা হয় ।


বাস্তুতন্ত্র (ইংরেজি: Ecosystem) হচ্ছে জৈব, অজৈব পদার্থ ও বিভিন্ন জীবসমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীবসমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব ও অজৈব উপাদানের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে।