তারিখ  ঃ -–২৮/০৮/২০২২  ইং  ।


প্রাধ্যয়নের   দীপ্তিময়ীতা  ! !


সু-শিক্ষায় সু-কর্ম  , সুকর্মে শান্তি
জ্ঞানের আলোয় দূর করে সকল ভ্রান্তি
বিদ্যাশিক্ষা ও জ্ঞান অনুশীলনের ফল সু-সভ্যতা
জ্ঞানাভ্যাসের যথার্থ প্রয়োগে বিতারিত হয় পাপ-বর্বরতা ।।  


খাঁটি শিক্ষার প্রসারে জাগে চমৎকার মানবতা  
মানব জীবনে উৎসারিত হয় শৃঙ্খলা , সাম্য ও ন্যায্যতা
শুভ শিক্ষণের গুণে অন্তর দৃষ্টির ঘটে শুভ্র প্রসার
দৈন্য-দানবতার বিলোপে বিকশিত হয় সমৃদ্ধি , মুক্তি ও ভালবাসার ।


সু শিক্ষার শুভ ফল ঝলমল চিরন্তন
সবকিছুর আছে ক্ষয় , জ্ঞান-শিক্ষার ই নব জাগরণ
মেদিনীতে প্রাধ্যয়নের মতো এমন চির সুন্দর  
খুঁজে পাবে না একটিও , যুগ যুগের কালান্তর  ।।


শরীফ  নবাব  হোসেন ।