২৭/০৩/২০১৮ ইং ।


প্রকৃতি ও মানুষ । ।


প্রকৃতি বড়ই শান্ত , উদার , মহৎ
দিয়ে যায় আশ্রয় অনন্ত  কাল
মানব বড়ই অশান্ত , স্বার্থপর
তাইতো চলে তোমার বুকে অবিরত খোঁড়াখুঁড়ি ।


চলে বৃক্ষ নিধন
ধ্বংস করে ঝাউ বন , কাশ বন
উজাড় হয় বনভূমি
কাটা হয় পাহাড় , টিলা , উঁচু ভূমি ।

তোমার বুকে অহরহ হয় খুন
মানুষ , জীব-জন্তু , পশু পাখি
নির্বিচারে ধ্বংসের মহড়ায় প্রাণিকু্ল
তবুও তুমি নিস্তব্ধ , নির্বাক ।


ধরণীতে পিষ্ট হয় সভ্যতা
আবার সভ্যতার আদলে চলে
যত নোংরামি ভাঙা গড়ার
মানে না বসুমতীর নিয়ম বাঁধা-ধরার ।


রুকে দেয় নদীর নাব্য তা
ভরাট করি নদী পথ
গড়ে তুলি দালান , ঘর বাড়ি , বসতি
চলে নদী দূষণের বেসাতি ।
নদ-নদীতে চলে না নৌকা
চড়ে গরু , ছাগল , মহিষ
উজান দেশ রোধ করে
ভাটি দেশের সব নদীর পানি ।  
    
এসব কারণে –
মরুভূমি হচ্ছে নিচের দেশ
নষ্ট হচ্ছে সুজলা , সুফলা কৃষির বেশ
তবুও প্রকৃতি তুমি দিয়ে যাও
অকাতরে ভালোবাসার রেশ ।

দেশে দেশে চলছে হানাহানি
খুনাখুনি , যুদ্ধ-বিগ্রহ , লুঠপাট
অত্যাচারিত নারী , পুরুষ , শিশু , বৃদ্ধ
বিপন্ন বসতি ও মানবজাতি
এমনকি পশু পাখি , জীব জন্তু
চলছে প্রাণদ , পবন , শব্দের  দূষণ
খাবারে জঘন্য প্রত্যহ ভেজাল
আজ বিনাশ মানবতা , ভারাক্রান্ত  সভ্যতা ।


চারিদিকে অবক্ষয় আহাজারি
পথিক হারায় পথ ধুম্রজালে
মায়াবী প্রকৃতি সেখানে ও
দিয়ে যাচ্ছে মানুষকে সুশীতল ছায়া ।


গাছপালা , পশুপাখি , জীবজন্তু , জলজ প্রাণি
জীব বৈচিত্র ,  সবই প্রকৃতি উপাদান
বিধাতার এসব দানের এখন
বিলুপ্ত প্রায় অনেক প্রজাতি ।


তাই মানব জীবন ও
প্রতিনিয়ত হুমকির পথে
যদি না রক্ষা হয় উপকারী সব
প্রাকৃতিক সম্পদ , প্রকৃতির অর্পণ ,
ধ্বংসিলে অমূল্য প্রাকৃতিক পরিবেশ
ধ্বংস ঘটবে ক্রমে জগতের মোহনীয় আবেশ ।


শরীফ নবাব হোসেন ।