০৬/০৬/২০২০ ইং , সময় – দুপুর – ১২- ০০ টা


প্রকৃতি , পরিবেশ  ও  মানুষ  । ।


( বিশ্ব  পরিবেশ দিবসের  আলোকে এ নিবেদন । । )


পরিবেশ মানুষের নিত্য সংগী
এর মাঝেই ঘটে জীবন-মৃত্যু
প্রবৃদ্ধি  ও বিকাশ তারই সাথে
ধরণীর চারিপাশ পরিবেশে ঘেরা
তাই  পরিবেশকে রাখতে হবে  সুস্থ ও নির্ভেজাল
প্রাত্যহিক  জীবন ধারার সবকিছু হবে পরিবেশ বান্ধব
এর ক্ষতি মানে মানুষ ও জীব জন্তুর  ক্ষতি
পরিবেশের ব্যাপক ক্ষতি , থাকবেনা বাঁচার গতি ।


পরিবেশ ও  মানুষ বিশাল প্রকৃতির বিশেষ অংশ  
এদের দৈন্যতা , দ্বন্দ্ব , অপব্যবহারে  প্রকৃতির ভারসাম্য নষ্ট
প্রকৃতির  উপর আঘাত হলে রুষ্ট হয় সে
তখন ধরিত্রীতে নেমে আসে দুর্যোগ , দুর্ঘটনা
প্রকৃতি কে সুস্থ  রাখতে মানতে হবে পরিবেশের নিয়ম-শৃঙ্খলা
মানুষই পারে এর সুরক্ষায় মুখ্য ভূমিকা রাখতে
মানবের বেপরোয়া জীবন যাপন , খেয়াল খুশি , ভোগ বিলাস
ক্ষতি করে ব্যাপক প্রকৃতি  ও পরিবেশের  । ।


মানুষের সাথে মানুষের ব্যবহার না হয় যদি মানবিক
কাজ-কর্ম , চিন্তা-ভাবনা , ধ্যানে , আচরণে না হয় ইতিবাচক
তবে  পরিবেশে পরে এর তীব্র প্রভাব
বিনষ্ট ও বিঘ্নিত হয়ে থাকে বসুন্ধরার  শান্তি ও সার্বিক  নিরাপত্তা
বিস্তৃত ভূ-মণ্ডলে থাকে না স্থিতিশীলতা
জীবন চলার পথে সৃষ্টি  হয় অরাজক পরিস্থিতি
তাই সুন্দর  বিশ্বলোক গড়ার জন্য মানুষে মানুষে এবং
মানুষ ও পরিবেশের মাঝে তৈরী করতে হবে রুচিশীল ভারসাম্য  । ।


পরিবেশ হবে মানুষ ও সব প্রাণির বাঁচার জন্য
মানুষই গড়বে মর্তে  এক সুন্দর , নিরাপদ ও বৈচিত্রপূর্ণ  পরিবেশ
এরা একে অপরের নয় শত্রু , নয় প্রতিযোগী
উভয়ে উভয়ের চিরন্তন  বন্ধু
এ দু’য়ের সম্পর্ক  শাশ্বত
সৃষ্টি থেকে অনাদি অনন্ত
মানবজাতি ও পরিবেশ-প্রতিবেশের সবকিছুই  বৃহৎ প্রকৃতির সন্তান
উভয়ে মিলে রূপায়িত করবে ভূ-সর্গকে চির অম্লান  । ।


শরীফ নবাব হোসেন । ।