শরীফ নবাব হোসেন ।


২১/০৩/২০২০, সময় – সকাল – ৯-৪৫ মিনিট


প্রাণে  জাগে  শিহরণ  !


ফাগুনের শিমুল, কৃষ্ণচূড়া, পলাশের আগুন ধরানো রঙ
হেমন্ত, শীত, বসন্তের রূপে প্রাণে জাগে শিহরণ
গ্রীষ্ম, বর্ষায় রৌদ্রের তাপ ও জলের ধারায় করে আলিঙ্গন  ।
কোকিলের মধুর সু্রে সু্রে গান
পাখির কিচিরমিচির আর কলতান
বসন্তে ফোঁটা ফুলের বাগান
গাছে গাছে মঞ্জরীত আমের মুকুল
জারুল, বরই, জাম, লিচুর ফুল
কাশবনে ভরে উঠেছে নদীর দু’কুল
নৌকায় মাঝির গানে মেতেছে হৃদয় আকুল ।


বৈশাখের ছোঁয়ায় বৃক্ষলতায় নতূন  কিশলয়
সবকিছু এলোমেলো করে দেয় দুরন্ত মলয়
হৃদয় পুলকিত করে শরৎ, হেমন্ত, শীত সকাল-বিকেলের আলোয়
ঋতুর পরিবর্তনে  প্রকৃতির অপরূপ রুপে লাগে ভালোয় ।  
ঘাসের আগায় শিশিরের ঝলমল ফোঁটা
গ্রীষ্মের শুরুতে গাছে গাছে ফল-ফলাদির গোটা
বছরে বৃষ্টির প্রথম জলে খাল-নদীর প্রবাহ
চারিপাশে নিবিড় গাছপালার কোমল পরিবেশে মিশে থাকে আবহ ।


সময়ে সময়ে বাংলার প্রকৃতি পাল্টায়  সুদৃশ্য-রূপ
সৌন্দর্যের পালাবদলে মানুষ পায় অকৃত্রিম সুখ
প্রবল বরষায় আসে নদীর উত্তাল জোয়ার
ভরা পলি জমিতে শোভা পায় ফসলের বাহার ।
গরমে খরতাপে ফলের রসে মেটায় প্রাণের তৃষ্ণা
ফুল,ফল, পাখি, মাছ ও গাছে পূর্ণ  দেশমাতা তুমি  অনন্যা ।
যেদিকে তাকায় সবু্জ, শ্যামল, নিসর্গ  প্রান্তর
পাহাড়, নদী, রূপ-বৈচিত্র ঘেরা পরিবেশে দোলা জাগে অন্তর ।