তারিখ ঃ - ১১/১১/২০২২   ইং ।


প্রাসংগিক   ভাবনা   ।।


( 1 )
ধর্ম কে জান , চিনো
ধর্ম থেকে শিক্ষা নাও
প্রয়োগ কর আপন জীবনে
শান্তি আসবেই ।।


( 2 )
মানুষের কথা বল
তাদের নিকটে আস
তাদের কল্যাণে কর কাজ
সুখের হবে আপন নিবাস ।


( 3 )
কারো অকল্যাণ না চাইলে
মনে পাবে শান্তি
যথার্থ মানব সেবায়
আসে না ক্লান্তি  ! !


( 4 )
নিজের দুঃখ-কষ্ট যেমন কঠিন
অপরের টাও ঠিক তাই
কাউকে অন্তরে দেব না কষ্ট
মানুষ মানুষ ভাই ভাই ।


( 5 )
মণিষী দের জীবনের প্রদীপ্ত শিখা
নিজ জীবনে জ্বালো
তাঁদের কর্ম অনুসরণে-অনুকরণে
ঘুচবে  পাতকের কালো ।


( 6)
জ্ঞান-বুদ্ধি কেবল থাকলে হবে না
লাগাতে হবে  নির্মল কাজে
তবেই সে জ্ঞান-শিক্ষা টা
শাণিত হবে ঘর থেকে সমাজে ।


( 7 )
প্রকৃতির সবকিছু আল্লাহর দান
তাদের সুরক্ষায় সযত্নে মন-প্রাণ
প্রাপ্তি ঝুলি ভরবে মানবের
নিসর্গের ধ্বংস  , চরিত্র টা দানবের ।।


শরীফ নবাব হোসেন ।