তারিখ ঃ – ০৯-০৫-২০২২ ইং , সময় ঃ ১০-৪০ মিনিট ।


প্রতিভা ঃ   কু-প্রতিভার   বেড়াজাল  ! !


পকেট মারা
মসজিদে জুতো চুরি
দমে দমে চিটারি-বাটপাড়ি
পরের সম্পদ আত্মসাৎ
বা আমানত খেয়ানত
অন্যের পাওনা না দেয়া
দুর্নীতি ও পুকুর চুরি
অবলীলায় উৎকোচ গ্রহণ
অযোগ্যতায় পদোন্নতি লাভ
চাটুকারিতার আশ্রয়ে কার্যসিদ্ধি
তল্পীবাহকে শত সিদ্ধ
নিজ দায়িত্ব ও কর্তব্যে সীমাহীন ফাঁকি
অবৈধ ভাবে ক্ষমতায় আসীন থাকা
মানুষকে ঘোরপ্যাঁচে আবদ্ধ রাখা
সহজ টাকে জটিল সাজিয়ে গ্রাহক হয়রানি  
খালি মাঠে গোলের চর্চা
অপরের অধিকার খর্ব
অপরিসীম স্বেচ্ছাচারিতা
খল নায়ক সাজা
অযাচিত  হস্তক্ষেপ
লুণ্ঠনে সিদ্ধহস্ত ।।

এসব কার্যসিদ্ধিতে

সফলতার সোপানে উঠতে
প্রয়োজন হয় -------------
প্রচুর নোংরা মেধার
কু-প্রবৃত্তির নিখুঁত অনুশীলন
এবঙ
প্রভূত নষ্ট প্রতিভার  ! !


তবে এরকম কু-প্রতিভা
নেতিবাচক , ক্ষতিকারক
সমাজে বাড়ায় অশান্তি
ঘটে জন-মানবের ভোগান্তি
মানুষকে দেয় অহরহ কষ্ট
সভ্যতা পায়ে দলে করে নষ্ট ।।


যারা এ সমস্ত কু-কাজ করে
তারা ----------
পাপিষ্ঠ , পথভ্রষ্ট
কেড়ে নেয় অসহায়দের পাতের ভাত
তাদের জীবনে ক্ষণিকের বাজিমাৎ
এ সকল প্রতিভার কু-প্রতিভা
প্রতিভার কালো ছায়া
দনুজ হস্তের কারুকাজ
অর্জন করেছে মহা শয়তানীর
চরম ও নিকৃষ্ট , ঘৃণ্য
শক্তিমত্তার প্রভাব  ? ?


শরীফ নবাব  হোসেন ।