তারিখ ঃ – ০৯-০৫-২০২২ ইং  ।


প্রতিভা ঃ  সু-প্রতিভার   কল্যাণকর   প্রভাব ।।      


  
সু-প্রতিভার কার্যকারীতা ----------------
চিন্তা-ভাবনায় মহৎ
কাজে-কর্মে সৎ
করে মানুষের উপকার
সুচারু পরিকল্পনার রূপকার
সত্য প্রতিষ্ঠায় সতত নির্বিকার
থাকে ন্যায় সংগত কাজের ভাগীদার
উচিত বিচারে সচেষ্ট
মানব কল্যাণে ব্রত
জীবন চালায় সরল , সঠিক পথে
বাধা দেয় না কারো প্রকৃত মতে ।



দিতে চায় বিভাসিত অবদান
পরের হিতে ত্যাগে জীবন মান
ধ্যানে , জ্ঞানে উত্তম আদর্শের পূজারী
স্বভাবে সুকান্ত-সুরীতির অনুসারী
মানসলোকে কামনা-বাসনায় হিতার্থী
অনুভবে , অনুসন্ধানে অটুট সত্যের প্রার্থী
যা অর্জন তা নিয়ে সুখী
অতি চাহিদার নয় মুখী ।



এভাবেই সু-প্রতিভা ------------
অবারিত বসুমাতাকে ঢালে আলো
দূর করে জগতের কলুষতার কালো
মানব উৎকর্ষে সদা নিবেদিত
শ্রেয় , ললিত , ন্যায্য
ও উৎকৃষ্টের অনুশীলনে
নিরন্তর অঙ্গীকারে জাগ্রত  ।।


শরীফ নবাব হোসেন ।