তারিখ ঃ -২৬/০১/২০২১ ইং , সময় – বিকাল – ২-৪৫ মিনিট ।


প্রত্যাশিত  সমাজ  ।।


সকলের কাম্য সুষ্ঠু  সমাজ
চালু থাকবে ইতি বাচক কাজ
সাজবে  ন্যায়-নীতির সাজ
চিন্তা-ভাবনায় মুক্ত নীল আকাশ
বইবে অনাবিল বিশুদ্ধ  বাতাস
চর্চা হবে সু শিক্ষার কারুকাজ
চলবে সুচারু সভ্যতার বিকাশ
ঘটবে মানবিক মূল্যবোধের বহিঃ প্রকাশ ।

       এখানে থাকবে না –
জঘন্য নগ্ন ধর্ষণ , ইভটিজিং
তরুণ-যুব সমাজের অবক্ষয়
শিশু কিশোর দের অনৈতিক শিক্ষা
মাদকাসক্তের অশুভ হাতছানি
হিংসা-বিদ্বেষ , কলহ , হানাহানি
সন্ত্রাস , চাঁদা বাজী , মাস্তানি
শোষণ , বঞ্চনা , বৈষম্য , অবিচার , অধিকার হরণ
অনাহার-অর্ধহার , অভাব-অনটনে মরণ
থাকবে না সমাজে এসবের কালো ছায়া ।


আমাদের স্বপ্নের সমাজে –
বইবে নিরবধি শান্তির সুবাতাস
মাথায় পরবে সম্প্রীতির তাজ
সূচিত হবে ভালোবাসার বন্ধনের বাহার আজ
হাত বাড়াবে একে অপরের সহযোগিতার
বজায় থাকবে নিত্য মনুষ্যত্বের সমাহার
হবো  আত্মার সবাই সবার
বিপদে-আপদে কাঁধে নেব ভার
কাঙ্ক্ষিত সমাজ গঠনে জাগ্রত হবে সচেতনতা র ।


এ সমাজে বিদ্যমান রবে না –
মানুষের মনে সন্দেহ , শঙ্কা  আর ভয়
জীবন যাপনে হবে না লয়
ক্যানসারে রূপ নেবে না সামাজিক অবক্ষয়
পাপাচারে থাকবে না ডুবে
ভুক্তভোগীর মনে জ্বালা বাড়বে  না ক্ষোভে
অবলীলায় চলবে না জুলুম-নির্যাতনের পাহাড়
জুলুম কারীর প্রতিরোধ গড়বে , বলিষ্ঠ হাত জনতার
তাহলে , শান্তিতে বাস করবে জনতা হয়ে একাকার ।


তখনই সমাজে মানুষ পাবে সুখ ও আত্মতৃপ্তি
যখন সবার অধিকার সুরক্ষায় ছড়াবে দীপ্তি ।


শরীফ নবাব হোসেন ।