তারিখ  ঃ -–০২/০৯/২০২২   ইং  ।


প্রভু   না  সেবক   ? ?


রাষ্ট্রপতি থেকে পিয়ন
অথবা নির্বাচিত জন প্রতিনিধি
সব পদের কর্মচারি , কর্মকর্তা
যে যেখানে দায়িত্ব রত
আছে চাকরিতে বহাল  ;
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা
রাষ্ট্র থেকে পেয়ে থাকে
সকল প্রকার সুযোগ সুবিধা ।


নিজ নিজ দায়িত্ব পালন
ভোক্তা বা গ্রাহক কে সেবা প্রদানের
জন্যই এসব পদের অধিকারি
শ্বেত হস্তী কে দেশের সম্পদ ব্যয় করে
পালা হচ্ছে বা রাখা হয়েছে ।


কিন্তু তারা সদা বলে বেড়ায়
আমরা জন সাধারণের জন্য
অনেক করেছি বা করছি  ,
করাই যে এসব পদাধিকারীদের
কাজ বা পবিত্র দায়িত্ব
তারা সেটা বেমালুম ভুলে যায়  ! !


আর একটা কথা তারা ভুলে যায়  
এরা জনগণের প্রভু নয়
জনগণের জন্য নির্ধারিত সেবক ,
নির্দিষ্ট দায়িত্ব সুচারু ভাবে
পালন করার জন্যই
তাদের নিয়োগ
অন্য কোন কারণে নয়  ?


এর বিপরীতে –
সাধারণ মানুষ
অথবা , যে যে বিষয়ের ভোক্তা
তারা কী রকম সেবা পাচ্ছে
কতটুকু পাচ্ছে
উৎকোচ বা হয়রানি ব্যতিরেকে
কোন কিছুর সমাধান হচ্ছে কিনা  
তা তো আম জনতা
নিজেই নিজের প্রমাণ ও স্বাক্ষী  ।।


যারা দেশের খেয়ে
দেশের মানুষকেই আবার
দেয় কষ্ট
তারা ধরার কুলে
যে কোন জঘন্য ঘৃণিত
প্রাণীর চেয়ে সহস্র গুণে
অধম -----------?  ?


শরীফ  নবাব   হোসেন  ।