Date ঃ – ২৪/১০/২০২২  ইং  ।


প্রেম  হারায়  দূরে  ?


প্রেম হারায় দূরে
অসংগতির সুরে সুরে
আসে বেদনা বিরহ
জীবন ছন্দে বারে বারে  ।


চাওয়া-পাওয়ার আতিশয্য
কৃত্রিমতার সাহচর্য
আন্তরিকতার অভাব
অহংবোধের স্বভাব  ।


   মানিয়ে  না নেয়া
নিজ ইচ্ছা চাপিয়ে দেয়া
ধৈর্য ও সহিষ্ণুতা না থাকা
ভালোবাসার ঘাটতি থাকা  ।


ভাব বিনিময় অস্পষ্ট
একে অপর কে দেয় কষ্ট
কাছের জনকে দূরে রেখে
পরের কাছে শান্তি খোঁজে  ! !


কথায়-কাজে অমিল  
কোনটা মিথ্যার সামিল
পরস্পরকে না বুঝা
মনে করা বোঝা ।



চাল চলনে অতিশয় বেপরোয়া
একে অন্যের মত কে গুরুত্ব না দেয়া
জীবনটাকে মনে করা খেলা
যেন খাম-খেয়ালিপনার ভেলা  ।


মাদকাসক্তি , মোবাইল বা অনলাইন আসক্তি
অধিক প্রেমে আসক্তি
অলীক স্বপ্নে বিভোর
বাস্তবতার ছন্দে গাঁথে না সুর  ?


আপনজন কে , সত্যি প্রেমকে অবহেলা
নিজের মনে বাড়ায় জ্বালা
সুখ-দুঃখ না করা ভাগাভাগি
চলার পথে না হওয়া ত্যাগী  ।।


শরীফ  নবাব  হোসেন  ।