তারিখ ঃ – ১২-০৮-২০২১ ইং , সময় – রাত – ৯-১৫ মিনিট ।


প্রেমের  নয়  আনা , ছয় আনা ?


আমি তোমার প্রেমে মাতোয়ারা
কিন্তু , হবো না তো সর্বহারা ,
হলে আমি সর্বহারা
তুমি বলবে আমায় কপাল পোড়া ।


তোমার প্রেমে পাগলপারা
হবো না তো দিশেহারা ,
যদি হই দিশেহারা
তুমি ডাকবে পাগলা ঘোড়া ।


তোমার প্রেমে মজনু
হয়ে যাবো না নতজানু ,
হয়ে গেলে নতজানু
বলবে তুমি- আমি মেরুদন্ডহীন মজনু ।  


তোমার প্রেমে বৈরাগী
যাবো না কিন্তু , ঘর বাড়ি ছাড়ি ,
যদি যায় সব ছাড়ি
বলবে তুমি , রাস্তায় আমার বাড়ি ।


আমি তোমার প্রেমে দিওয়ানা  ,  কিন্তু .........
হারাবো না জীবন ছন্দ ও নিশানা ,
হারালে কাঙ্খিত ছন্দময় নিশানা
বলবে তুমি , আমি কোন কাজের না ।  


তোমার ভালোবাসায় অন্ধ
তাই বলে , করবো না কাজকর্ম  বন্ধ ,
যদি করি কাজকর্ম  বন্ধ
তখন বলবে , আমি চোখ থাকতে অন্ধ ।


তোমাকে রাখবো অন্তরে অন্তরে
তাই বলে , যাওয়া বন্ধ করবো না বন্দরে ,
আসা যাওয়া বন্ধ করি বন্দরে ,
তুমি বলবে , কপাল আমার মন্দ রে ।


তোমার স্বপ্নে  অতীব বিভোর
ডুবে থাকবো না অলসতায় রাত-দুপুর ,
যদি আমি অলসতায়  যায় ডুবে
বলবে , অলসের সাথে কেমনে ভাব হবে !


তোমার চিন্তায় তোমার ভাবনায় মশগুল
তাই বলে , করবো নাকো সহস্র ভুল ,
করতে থাকি ভুলের উপর ভুল
তুমি বলবে , দেয়া যাবে না আমায় ভালোবাসার ফুল  ! !

শরীফ নবাব হোসেন ।