তারিখ ঃ – ১১/০২/২০২১ ইং , সময় – সকাল -১০-০০টা ।


প্রীতির  গীতি  ।।


মানুষ মুখে মুখে বলে
কারো আছে ভারত প্রীতি
কারো প্রীতি পাকিস্থান
কারো আবার মিয়ানমার
কারো প্রীতি পাশ্চাত্য ঢং আর ইউরোপিয়ান ।


আকাশ সংস্কৃতিতে সয়লাব দেশ
চলছে অবাধে সাংস্কৃতিক আগ্রাসন ,
কারো প্রিয় বেশী হিন্দি গান
অনেকের কাছে উর্দু  বা
আরো অধিক প্রিয় পাশ্চাত্যের ফান
বিদেশী চ্যানেলের দাপটে দেশের গুলো ভাসমান ।


নাটক , সিরিয়াল দর্শনেও প্রভাব ভিন দেশের
কৃষ্টি-কালচারে তাদের অনুকরণ রসের
নিজ দেশের গণ মাধ্যম রয়েছে পড়ে
বিদেশের সব দেখছে ঘরে ঘরে
আপনাকে ভুলে কুহকের মায়াজালে ডুবে ।


অন্য কোন দেশের সংস্কৃতি
অবলোকনে নেই বারণ ,
তবে সেটা হবে , পর্যবেক্ষণ , বিনোদনের সাথে
জ্ঞান অর্জন ও অপর কে জানা ,
স্ব-জাতির কৃষ্টি , সংস্কৃতি , সভ্যতাকে
শর্বরে জলাঞ্জলি দেয়ার জন্য নহে ।


আমাদের প্রশ্ন –
এত বহিঃ প্রীতি হবে কেন ?
আমাদের কী নিজস্ব লালিত
কৃষ্টি , সংস্কৃতি , আচার-সভ্যতা নেই ?
মোদের স্ব দেশের গান , নাচ যথা
জারি , সারি , ভাটিয়ালি , পল্লী
লালন , রবীন্দ্র , নজরুল নেই !
আমাদের কী নেই –
আত্ম  চেতনার , অনুভবে জাগরণের
নাটক , উপন্যাস , ম্যাগাজিন
সিরিয়াল , মেগা সিরিয়াল আরো কত কী ?


আমাদের স্ব-জাতির আত্ম  পরিচয়
আত্ম  মর্যাদার , গৌরবের
আত্মার প্রকৃত অঢেল বিনোদনের
সুরম্য সজ্জিত সবই আছে ।
    
শুধু হৃদয়ের বাতায়ন খুলে
চোখ মেলে , সত্তায় জন্মভূমির ভালোবাসা
জাগরিত করে প্রয়োজন অনুধাবন ,
করতে হবে আত্মস্থ , অন্তরে অনুরণন ।


শরীফ নবাব  হোসেন ।