তারিখ ঃ – ২৪/০২/২০২১ ইং , সময় – বিকাল – ৪ টা ।


প্রিয়ার   ঐ   বাহার !


চমকে টমকে
তোমারই রূপের বাহার
এসেছে লাগিয়া
আমারি হৃদয়ে ।


তোমারই সুরভিত কাননে
ফুটেছে অজস্র ফুল
দেখিয়া আমি
হয়েছি মশগুল ।


তোমারি অঙ্গ সৌষ্ঠব
হেরিয়া আমি
বিমোহিত চিত্তে
কাটাই দিবস রজনী ।


তোমার দেহের সৌরভ
আমার প্রেমের গৌরব
নয়নের কৃষ্ণ কাজল
সমুদ্রের নীল জল ।


তোমারই চলন বলন
মুখের মৃদু কথন
চোখের অপলক চাহন
করিব অক্ষয় যতন ।


তোমার এতটুকু  হাসিতে
সুখের পারাবারে ভাসি
সারা গাত্রে র মৌ বন
চন্দ্রের চেয়েও রূপসী ।

তোমার ঐ দু’টি অঞ্জন
আমার মাতাল চুম্বন
পদ্ম গোলাপের স্নিগ্ধ
মোর হিয়া-তনু  মুগ্ধ  ।


আমার ভু্বনে তুমি অপসরা
ঐ অনুরাগে আমি ছন্দ  হারা
প্রিয়ার উত্তাল যৌবন জোয়ারে
আমার নেত্র-পরানে ঘুম হারা ।


তুমি আমার অদিতি
জীবন মরণ প্রীতি
অন্তহীন বন্ধনের গীতি
সত্তায় জাগরণের কীর্তি  ।


শরীফ নবাব হোসেন ।