তারিখ ঃ – ১২/০৩/২০২১ ইং , সময় – রাত – ১০-২০ মিনিট ।


হৃদয়ের মণিকোঠায়
ব্যাচ -  ১৯৮০   সাল  ।।
( নাজিরহাট  কলেজিয়েট উচচ বিদ্যালয় ।। )


ব্যাচ টি ছিল ঊনিশ শ আশি
হৃদয় পটে মোরা  ভাস্বর অবিনাশী
আমরা নয় তো প্রবীণের আশি
সতত তারুণ্যে ভরা অন্তহীন ভালোবাসা বাসি ।


আমাদের রয়েছে বন্ধনের পথ চলা
সুদৃঢ় অন্তরে  গাঁথা মিতালি তে পিচঢালা
আমরা সুহৃদ , আপন , সজ্জন
হিয়ার মমতা ছড়াব প্রাণপণ ।


ছড়িয়ে দেবো রাঙা বসন্তের সুরভি
বিলাব নীলিমার অসীম উদারতা
শরৎ-হেমন্তের শিশির ও কাশফুলের স্নিগ্ধতা
প্রাণের গহীনে ফোটাবো  সহস্র পুষ্পের কমনীয়তা ।  


হারাতে চাই না কেউ কাউকে
মায়াবী লতার মতো জড়াব একে অপর কে
ঝড়-ঝঞ্ঝা , বিপদ , মহামারী তে হবো না ছিন্ন
মৃত্যুর পূর্ব পর্যন্ত  থাকতে চাই আত্মায় অভিন্ন ।


দিন শেষে স্মৃতিতে মনে পড়েছে
আমরা ক’জন প্রাণ চঞ্চল বন্ধু  ছিলাম
কেউ হারিয়ে গেছে সীমাহীন অজানায়
কেহ বা ছিটিয়ে আছে নানা ঠিকানায় ।


                 এরপর –
পরস্পর খুঁজে পেয়েছি চিত্তের মোহনায়
সবাই উল্লসিত সবার সান্নিধ্যের প্রেরণায়
আগামী ভবিষ্যতে একসাথে চলার কামনায়
সুখ-দুঃখে থাকবো একত্রে  জীবনের আঙিনায় ।


দেশ-দশের প্রয়োজনে লড়বো একসাথে
আগাবো মোরা মিলেমিশে হাতে হাত রেখে
বাকী সময় টুকুতে মহৎ যদি কিছু দিতে পারি
মরণের পরও ভেসে বেড়াবে ভালোবাসার অনন্ত তরী ।


আমরা ১৯০০ শত আশির চিরন্তন অষ্টাদশী
পূর্ণ শশীর জৌলুস ময় অকৃত্রিম হাসি
জগৎ ভরাবো পুণ্য কর্মে  রাশি রাশি
মৈত্রির  বন্ধনে অন্তরাত্মা চির জাগরুক দিবানিশি ।


যে কটা দিন বাঁচি পথ চলবো একসাথে
হৃদয়ে হৃদয়ে গাঁথবো মালা অবশেষে
আনন্দের ভেলা ভাসাবো অথৈই সমুদ্দুরে
কাটাব জীবন যেমন সকাল বিকাল মিষ্টি  রৌদ্রে ।


শরীফ নবাব  হোসেন ।