তারিখ ঃ – ২৯-০৪-২০২২ ইং , সময় – রাত ঃ ৯-৩০ মিনিট ।



‘’  রহমত ,  বরকত   ও   মাগফিরাতের  ‘’   মাস   সিয়াম ।


রমাদান শাশ্বত  কল্যাণ ও বরকতময় মাস
এ মাসে খুলে দেয়া হয় জান্নাতের সকল দরজা
জাহান্নামের দরজা সমূহ করে দেয়া হয় বন্ধ
শয়তান দের করে দেয়া হয়  শৃঙ্খলাবদ্ধ
অগণিত সৎ আমলের বিনিময়ে
গুণাহ্ সমূহকে জ্বালিয়ে করে দেয় ভস্ম ।


সিয়াম মাসের প্রথম দশ দিন
বর্ষিত হয় আল্লাহর অশেষ রহমত
তাঁর দয়ার সাগর করে দেন উন্মুক্ত
বান্দার শান্তির জীবন হয় মুক্ত
এ মাসে মানবের সকল আমলের পুণ্য
বৃদ্ধি পায় দশ গুণ থেকে সাতশত গুণ ।


রোজা রাখা হয়- আল্লাহর ই জন্য
আল্লাহ বলেন , আমিই দেব তার প্রতিদান ।
তিনি  সওম পালনকারীর গুণাহ করে দেন মাপ
ইবাদত-বন্দেগীতে সব পাপ হয়ে যায় সাফ ।
   রমাদানের মধ্য দশ দিন রবের করুণার দান মাগফিরাত
পুণ্য কাজের মাধ্যমে হবে মুত্তাকী , পার করাবেন পুলসিরাত ।


শেষের দশ দিন নাযাতের সময়  
দিয়ে থাকেন জাহান্নাম থেকে মুক্তি
আল্লাহর বান্দাকে করেন জান্নাতের অন্তর্ভুক্ত
চিরন্তন প্রশান্তির স্থান করেন দান ।


রাসূল ( সঃ ) বলেছেন -  যে মিথ্যা ও অপকর্ম
করতে পারলো না ত্যাগ ,
তার দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা
আল্লাহর  কাছে নেই কোন প্রয়োজন ।।


রমাদান মাসে অনুশীলনে বেশী বেশী ইবাদত
দোযক হতে চাইবে পানাহ
বেহেস্তের আশায় রত থাকবে নত হৃদয়ে প্রার্থনা
সংযম ও ছবরের বিনিময়ে অর্জন করবে আল্লার নৈকট্য ।।


শরীফ  নবাব হোসেন ।