তারিখ ঃ -–২3/11/2022 ইং ।


ঃ-–রূপে লাবণ্যে গ্রাম বাংলা  ! !


এত অপরূপ-রূপের মাধুরী ভরা আমার গ্রাম বাংলা
যে দেখে নাই সে বুঝবে না , কেমন যাদু ভরা
হেমন্তের নবান্নের আমেজে সোনালী পাকা ধান
মেঠো পথে গরুর গাড়িতে দিয়েছে সুখের টান ।।


সবুজ ঘাস , শ্যামল মাঠ , নদ-নদীর ঘাট
বসন্তের কুঞ্জবন , বিহঙ্গের গান , বর্ষার উজান
পল্লীগীতি , জারি-সারি , লালন , বাউল-ভাটিয়ালি র তান
চিরায়ত বাংলার নিরুপম নিসর্গ মোদের জাগরণের প্রাণ  ! !


দু’পাশে শুধু আর শুধু সবুজ শ্যামল
কোথায় আছে এমন সুরম্য দৃশ্য , যা অনন্ত নির্মল
ফল-ফুল, পশু-পাখি , মৎস্য-তরুলতা , নদী-ঝর্ণার এ বাংলা
বিশ্ব-ভুবনে এমন দেশ নেই আর , আমাদেরই প্রাণ প্রিয় সে-ই বাংলা  ! !


শরীফ নবাব হোসেন ।