তারিখ ঃ – ১৩-১১-২০২১ ইং , সময় – ২-৫০ মিনিট ।


সাবধানে  পথ   চলো  ।।


একটু ভুলে কারণ
অনেক বড় ক্ষতি
ঘটে যায় হর হামেশা
মহা বেগতিক ।


কোন কিছুতেই নয় অবহেলা
ঘুরা ফেরা সারাবেলা
থাকতে হয় সদা সতর্ক
করতে নেই নিরর্থক বিতর্ক  ।


সুস্থ মস্তিষ্কে , ভেবে চিনতে
করলে নিরবচ্ছিন্ন  কাজ
সফলতার হাতছানি
উঁকি মারে বারোমাস ।


সঠিক সময়ে বুনলে বীজ
ফলন আসে ঢের বেশী
সততা , মেধা ও পরিশ্রমের
ফলাফল রাশি রাশি ।


অলসতা , কুচিন্তা ও উশৃঙ্খলতায়
নামে ভাগ্যের  বিপর্যয়
শৃঙ্খলা , নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়
জীবনের সুন্দরতম বিজয়  ।


অলীক ভাবনা , কুমন্ত্রণা , দুষ্ট বান্ধবে
সৃষ্টি হয় অযাচিত যন্ত্রণা
শুভ চিন্তা , সৎ সঙ্গীর মেলা মেশায়
অজস্র ভালো কাজের প্রেরণা ।।


শরীফ নবাব হোসেন ।