১৭/১২/২০১৯, রাত- ১০-৩০ মিনিট


সাগর  পাড়ের  গ্রাম


এমন অজ গ্রামের রুপ আনেক দিন দেখিনি
এমন স্নিগ্ধ  নিরেট ভালবাসা আগে পায়নি
একটি শীতের বিকাল সুন্দর আমেজের মায়াজাল
মোহিত হয়েছি তার রুপে স্মৃতিতে  অনন্তকাল ।
মাঠের পর মাঠ ভরা শস্য আর ফসল
সাগরের পাড়ে বিস্তৃত নূরি-বালির চর
সবুজ সবুজ পাতা থোকা থোকা ফুল
সাদা আর বেগুনী সীমের ফুলে  হৃদয় ব্যাকুল ।


সাগরের কাছ ঘেঁষে বড় মাটির বাঁধ
ফুল, ফল, ফসলের মাঝে চায় লুটাইবার সাধ
খেজুর গাছের অপরুপ দৃশ্য সারি সারি
গাছে গাছে শোভা পাচ্ছে শত রসের হাঁড়ি ।
কাঁচা রসের চারিদিকে মাদকময় গন্ধ
তখনই খেতে মন চায় পায় আনন্দ  
জেলেরা সাগরের তাজা তাজা মাছ ধরে আনে
পথিকেরা তা দেখে সখের বশে কিনে ।


মাঠের পর মাঠ বিস্তৃর্ণ ক্ষেত ফসলের মাঠ
কবি বসে ভাবে উদাস মনে সাগর তীরের এ ঘাট
শিশুরা, পশু-পাখিরা যার যার নীড়ে ফিরে যায়
সারাদিনের তৃপ্তিসুখ মাটির ধূলায় রেখে কত না মজা পায় ।
কৃষকেরা ফসল দেখে জাগে রঙীন স্বপন আর সাধ
মিটাবে এক এক করে সংসারের সব আহ্বলাদ
ঘুরতে, ফিরতে, দেখতে কখন যে হয়ে গেল সাঁঝ
ফিরতে মন চায় না কোনমতেই তবুও ফিরিতে হইবে আজ ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।