১৩/০১/২০২০, সময় – সকাল – ৯-০০ টা


সকালের ছড়া


বাবা বলেন
বই খাতা নাও
মা বলেন
স্কুলে যাও
নাস্তাটি সেরে
বইপত্র গুছিয়ে
বন্ধুদের সাথে
স্কুলেতে যাবো ।


স্কুলের পড়া  মজা
খাই ঝালমুড়ি ভাজা
করি সবাই খেলাধূলা
মনটি থাকে তাজা ।


ভোরে উঠি
দাতগুলি ব্রাশ করি
মাথাটি নেয় আঁচড়ায়
কিছুক্ষণ পড়তে বসি ।


চারিপাশে আমার
পাখিরা করে কলরব
প্রাণে জেগে থাকে
আনন্দ  উৎসব ।


মোরগের ডাকাডাকি
হকারের হাঁকাহাঁকি
কোকিলের কুহুতান
আমের বোলের ঘ্রাণ
আমি করি অংক
বিড়াল ছানারা
করে লম্পঝম্প
আমি লিখি খাতায়
এসব মনকে মাতায় ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট ।