১৬/১২/২০২০ ইং , সময় – বিকাল – ৩-০০ টা ।


সেলফি  আমেজ   ! !


সেলফি তে ছবি তোলা
এ নিয়ে হাসাহাসি , মাতামাতি ,
কার সাথে কে নেবে ছবি
তা নিয়ে ঠাসাঠাসি ,
কে কার অন্তরঙ্গ তায় জোয়ারে আছে ভাসি
সে মুহূর্তের ভালোলাগা , ভালোবাসা  বাসি ।


কার সাথে কার জানাজানি
এটা বিনিয়ে খুব কানাকানি ,
ফাঁকে ফাঁকে , মধুর রসে
প্রেমের কথা হয় বলাবলি ,
আমি আর তুমি
চলো –
একসাথে পথ চলি ।


সেলফি আর সেলফি
কম বয়সে  তা শাহী জিলাপি ,
কারো কারো কাছে তা
টক , ঝাল , মিষ্টি ,
যেন শ্রাবণ ধারার
মধুর সুরের বৃষ্টি !


সেলফি , আহা !
কী চমকপ্রদ সৃষ্টি ,
তার ফ্রেমে কেহ পাচ্ছে তৃপ্তি
দূরে থেকে কারো আফসোসের দৃষ্টি ,
কখনো ঘটে অনাসৃষ্টি
মনোমালিন্যের তিক্ত তায় ঝরে হৃদয়ে বৃষ্টি ।


সেলফির টানে –
জোয়ান বুড়ার মন কী মানে  ?
কে কার প্রিয়তমা
সেলফিতে তাকে কাছে টানা ,
প্রাণের আকুতি বিকুতি বিনিময়ে
নেই তো কোন মানা ।


সেলফিতে আসক্তি
বসন্তের বিচিত্র রঙ্গনার সুরভি ,
সাগরের উত্তাল জোয়ার
এর মাঝে হারিয়েছে তারুণ্যের বাহার ,
স্বপ্নে বিভোর নীল গগন
ক্ষণিকের সুখের ভুবন ।


শরীফ নবাব হোসেন ।