১৯/১২/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০ টা


স্বাধীনতার  গৌরব  ।।


স্বাধীনতা চিরন্তন সম্মানের  
অসীম উজ্জীবিত গৌরবের
সর্বাবস্থায় আত্মমর্যদার
মাথা উঁচু করে দাঁড়াবার ।


স্বাধীনতা পৃথিবীর  শ্রেষ্ঠ সম্পদ  
নাগরিকের স্ব-অধিকারের আভা
আশা আকাঙ্ক্ষার পাল তোলা নৌকা
জাতির বিকাশের মূর্ত মান প্রতীকে আঁকা ।


  স্বাধীনতা অগ্রগতির শাণিত হাতিয়ার
জনগণের রচিত স্বরণি অগ্রযাত্রার
স্বপ্ন বাস্তবায়নের পরিপূর্ণ  সোপান
মাতৃভূমির রাহে আত্ম ত্যাগে মহীয়ান ।


স্বাধীনতা মায়ের মুখে স্বর্গীয় হাসি  
বাবার স্নেহে র পরশ রাশি রাশি
শ্যামল মাঠ প্রান্তরের সৌন্দর্য
বাংলার বিস্ময়কর রূপে ধরণী মুগ্ধ ।


স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদের রুধির ভালোবাসা
আপামর  জনতার প্রাণের আশা
শাশ্বত জীবনের রম্য দিশা
যথার্থ সমাপ্তির দিন অমানিশা ।


স্বাধীনতা ঊষার আদিত্যের শুভ্র আলো
দূর করতে হবে অন্যায় , অসত্যের কালো
উড়াতে হবে সত্য , ন্যায় ও গণ অধিকারের পতাকা
বিনাশ প্রয়োজন অন্যের আধিপত্যের হীন থাবা ।


স্বাধীনতা বঙ্গবন্ধু র উজ্জ্বল সত্যের আদর্শ
আত্মত্যাগের অতুল মহিমায় উদ্ভাসিত
এ আদর্শ রক্ষা দরকার স্ব দেশের স্বকীয়তা
জাগাতে হবে আপন সত্তার আদত কৃষ্টি-সভ্যতা ।


স্বাধীনতা মানেই সুফল , স্বস্থিতে সকল জনতা  
নয় কুৎসিত ব্যবহারে  ক্ষমতা
নয় দুর্নীতি , স্বজন প্রীতি , দুষ্ট চক্রের সমঝোতা
জন্মভূমি তে বইবে সবার কল্যাণে শান্তির বারতা  ।।


শরীফ নবাব  হোসেন ।