০৫/০১/২০২০


ছড়া-  শিক্ষা  ও  পাঠশালা


পাঠ্যবই নিয়ে
পাঠশালাতে যাবো
নিত্য নতুন পাঠ দেখে
মনোযোগী হবো ।
নতুন বছরে
নতুন ভাবে
নতুন আমেজে
আনন্দ উদ্দীপনায়
রঙীন ভাবনায়
পাঠশালাতে যাবো ।


নতুন বইতে
নব নব পাঠ
কোনটাই কঠিন নয়
মন দিলে সহজ হয় ।
হরেক রকম পাঠে
আমোদিত হবো
নতুন নতুন শিখনে
বিমোহিত রবো ।


মন দিয়ে পড়বো
পাঠশালায় শিখবো
বড় হয়ে তবে
মনের মতো সাজিয়ে
জ্ঞান-বুদ্ধি খাটিয়ে
স্বদেশ-ভূমি গড়বো ।


আদর্শ শিক্ষা শিখবো
শিক্ষকের কথা শুনব
দেশ মাতার সেবায়
সর্বদা লড়বো ।
উপরের সব কিছু
সফল হবে তবে
শ্রেণিতে শ্রেণিশিক্ষা
শ্রেণিতে শিখন-কর্ম
সমাপন ও সফল
তুলতে হবে করে ।


এরপর-------
আকাশে  বাতাসে
অলিতে গলিতে
কলকারখানার ছাদে
ব্যস্ততম রোডের পাশে
হরদম গাড়ীর বেঁ বোঁ
শব্দের মাঝে
প্রাইভেট, কোচিং,ও টিউশন
বাণিজ্য চিরতরে
বন্ধ করতে হবে ! ! !


শরীফ নবাব হোসেন , স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।