০৬/০১/২০২০, সময় – রাত – ৭-০০ টা


           শিক্ষক ও শিক্ষার্থী


শিক্ষক শিক্ষার্থী উভয় হবেন কঠিন দায়িত্ববান
চলার পথে রাখবে তাঁরা অসামান্য ইতিবাচক অবদান
উভয়কে হতে  হবে কর্তব্য পরায়ণ
নিজে জ্বলে সমাজকে করবে আলোদান
এঁরা চাইবে না কারো কাছে কোনরুপ প্রতিদান
করে যাবে অকাতরে মানুষের কল্যাণ
উনারাই শিক্ষার প্রধান উপাদান  ।


এবার শিক্ষক ও শিক্ষার্থীর আক্ষরিক অর্থ বিশ্লেষণ করা হল –


শিক্ষক –


শি – শিখন শেখায় মনের মতো
      বিদ্যা চর্চায় থাকে রত
       শেখাতে করে না কারপর্ণ্য
       শিক্ষা দানেই হয় ধন্য  
ক্ষ – ক্ষরণ হবে সর্বদা  মেধা
      ঐ মেধাতে দিবে শিক্ষা
      ক্ষয়ে যাবে সমাজের অশিক্ষা
ক – এমন  কলা-কৌশল ব্যবহার করে
      শিক্ষার্থীরা যাতে সহজে শিখতে পারে
কখন কি শেখাবে, কিভাবে শেখাবে, কত সময়ে শেখাবে
                রপ্ত  তা তাঁর ভালোভাবে ।
  
শিক্ষার্থী


শি – শিক্ষা অর্জন  একমাত্র কর্ম
      শিখন তাদের মূলমন্ত্র, শিখনই তাদের ধর্ম
ক্ষা – দীক্ষা হবে জ্ঞান অর্জন
       দীক্ষাই হবে অশুভ বর্জন
র – রসাসসাধন করবে বিদ্যা, শিক্ষা, ও জ্ঞানের ভান্ডার
      জীবন আলোকময় হবে পরিপূর্ণতার
থী – শিক্ষার্থীর থামবেনা কখনো জ্ঞান অর্জনের প্রয়াশ
         সদা জ্ঞান পান ব্যতীত  মিটিবে না পিয়াস ।  


এখানে দেয়া হলো শিক্ষক ও শিক্ষার্থীর আক্ষরিক কর্ম
      পালন করে হবেন তাঁরা অনুপমতায় অনন্য ।


               শরীফ নবাব হোসেন ।