তারিখ  ঃ - ১৪/০৯/২০২২  ইং  ।
সকাল  - ৮-২৮  am .


শিশু  ,  সুশিক্ষা   এবং   মূল্যবোধ  ।।



শিশুর রয়েছে কোমল মন
শিশুরাই জাতির মান ও ধন
তারা ভবিষ্যত স্বর্ণালী কর্ণধার
গগনে উড়াবে কেতন- মানবতার  ।।



শিশুতার প্রয়োজন সুশিক্ষা
সত্যিকার মানুষের দীক্ষা
এরাই বানাবে সুমহান জাতি
জ্বালাবে বসুধায় সু-সভ্যতার ভাতি  ! !



অপোগণ্ডের  মাঝে মিলে বিধুর কৌমুদী
ভোরের রবির সুপ্রভ হাসি
বড় হবে , স্বদেশ গড়বে
ভুবনে প্রতিষ্ঠা করবে স্বজাতি  ।।



অর্ভক দের  জাগাতে হবে মূল্যবোধ
সতত দেশ প্রেমে জাগ্রত অগ্রদূত  !
হয়না যেন সংকীর্ণ স্বার্থপর
হবে –
জ্ঞানে-গুণে , ত্যাগে-কর্মে চির অগ্রসর  ! !  



জাগাতে পারলে সততা , ন্যায়-নিষ্ঠতা , মূল্যবোধ
বড় হয়ে হবে না তারা নীচ , অসৎ , নির্বোধ
যদি হয় সৎ , সগুণে শিক্ষিত
জাতির নির্ভীক কর্মী-সৈনিক হবে পরীক্ষিত  ।।


শরীফ  নবাব  হোসেন  ।