২৬/১০/২০২০ ইং , বেলা – ১১- ০০ টা


সুখের পরশ


মায়ের স্নেহ মমতা
বাবার আদর শাসন
ভাই-বোনের বন্ধন
পারিবারিক বন্ধনের অঙ্গন
একে অপরের প্রতি আস্থা
আত্মীয়ের সু-সম্পর্ক
প্রতিবেশীর ভালোবাসা
বন্ধুর খাঁটি বন্ধুত্ব
পারস্পরিক সহযোগীতা
পারস্পরিক সহ-মর্মীতা
এ গুলো ই শান্তি-সুখের পরশ
আনন্দময় জীবনের প্রাণ-রস ।


সকলের প্রতি সকলের বিশ্বাস
থাকবে ভালোবাসার ক্ষমতা
আচার ব্যবহারের শালীনতা
সুশোভন আচরণের মুগ্ধতা
সামাজিক বণ্টনে সমতা
মানুষে মানুষে অন্তরঙ্গ তা
সৌহার্দ  পূর্ণ  মেলামেশা
মানুষের মাঝে প্রীতিময়ীতা
দুঃখ-কষ্টে  সাহায্য , সমবেদনা
বিপদে-আপদে সহযোগীতা
এসব কর্মের অনুশীলন
এনে দেয় সুখের বারতা ।  


বৈরী তার মানসিকতা পরিহার  
হৃদ্যতা পূর্ণ  পরিবেশে বসবাস
সহনশীলতার মনোভাবে পথ চলা
পর মতে সহিষ্ণু থাকা
অধিকার রক্ষায় সদা সচেতন
ধর্ম , বর্ণ , নির্বিশেষে সদা চারণ
কারো প্রতি নয় অবজ্ঞা , অবহেলা , অপমান
ঐকমত্যে হবে কার্য  সম্পাদন
বিচারের বেলায় সবাই সমান
সামাজিক বন্ধনে  থাকা চাই অম্লান
এভাবে চলে মানব জীবন বেশ
ভুবনে বইবে সুখের পরশের আবেশ ।


শরীফ নবাব হোসেন ।