তারিখ ঃ-০৪-০৪-২০২২ ইং ,  সময় ঃ রাত – ১১-০০ টা ।


         সিয়াম   সাধনার   মাসে
     আত্মশুদ্ধি    না    স্বার্থসিদ্ধি   ?  ?


আমরা  সাড়ম্বরে  রোজা করি পালন
বাইরে অনেক বেশী ধর্মের লেবাস
মুখে আল্লাহ  রাসূ্লের ( সঃ )  নাম
সেহরী , ইফতারী , তারাবীহ নিয়ে বহু আয়োজন
দান-খয়রাতেও কম যায় না ?


কিন্তু ---------------
খাদ্যে ভেজাল
ওজনে কম দেয়া
মানুষকে ঠকানো
দাপ্তরিক কাজে -
নানা কৌশলে অর্থ আদায়
বাসি পচা পণ্য বা খাবার চালানো
পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি
দাম বাড়ানো শতগুণ
কোন কোন ক্ষেত্রে তারও বেশী
তাদের কারণে ---------------------
সাধারণ জনগণের অসীম ভোগান্তি
কেনা-কাটার সামর্থ্য হারিয়ে
পদে পদে অশান্তি , অন্তহীন দুর্গতি  !


মাহে রমজানে সিয়াম পালন অবস্থায়
এমনটি হবার  ছিল না কথা  ?
জিনিস পত্রের সরবরাহ বাড়ানো
মূল্য কমানো
স্বাচ্ছন্দ্যে কিনতে পারার মতো করা ব্যবস্থা
খাঁটি ও সঠিক ওজনের পণ্য বাজার জাত
মানুষের দোড় গোঁড়ায় সেবা পৌঁছানো
এসবই তো ছিল সিয়াম সাধনার অঙ্গীকার  ! !


বর্তমানে , পবিত্র সিয়াম সাধনার মাসে
আল্লাহ ও রাসূ্লের রাহে আত্মশুদ্ধির পরিবর্তে  
পাপী লোভাতুর সর্বভুক কিছু দানবের
স্বার্থশুদ্ধির মাধ্যমে স্বার্থসিদ্ধি টাই  হচ্ছে মূল আবর্তে   ?


গণ মানুষের কল্যাণ , সে তো থাক দূরে-
তাদেরকে দুষ্ট –নষ্ট চক্রের আঁষ্টে পিষ্ট পিষে
কালাকানুনের হাজারো ফন্দি ফিকিরে
দিচ্ছে হরষে অবলীলায় মাটিতে মিশিয়ে  ! !


শরীফ  নবাব  হোসেন ।