তারিখ  ঃ  -  ০৮/১০/২০২২  ইং  ।


স্মৃতিতে ঃ   কৃষক  পিতা – ০২  ।।


আমার কৃষক পিতা
ভালোবাসতো গাঁয়ের লতা পাতা
চাষাবাদ করে যেত
হাঁস-মুরগী ,  গরু ছাগল পালত
হরেক রকম ফসলাদি ফলাত
ঐ ফসল করে বিক্রি
অনাড়ম্বরে সংসার  চালাত ।


  বাবার ছিল না কোন উচ্চাকাঙ্ক্ষা –
খাবে দামী খাবার
পড়বে সুশ্রী রেশমি কাপড়
আরাম দায়ক সাজানো বিছানা
হবে গাড়ি , দালান কোটা
মানুষজন দিবে বাহবা
কুড়াবে নাম , যশ-খ্যাতি  ।


নিজের কাজ করত নিজে
রৌদ্রে পুড়ে , বৃষ্টিতে ভিজে
ছিল না পায়ক পেয়াদা , সমঝদার
সারাদিন মেতে থাকতো ক্ষেতের কাজে পুনর্বার
সাথে সঙ্গী থাকতো গরু ছাগল , গামছা ছাতি
প্রকৃতি ই ছিল তাঁর ভাগ্যের নিত্য সাথী  ।


জীবন যাপন ছিল সাদামাঠা
গায়ে লাগাতো মাঠের কাদা
দৈনন্দিন চাহিদা অতি অল্প
সহজ সরল জীবনের গল্প
মোটা ভাত ,  মোটা কাপড় নিতান্তই অল্প
হাটবাজার , কেনাবেচা নিজ শ্রমে করত
হেঁটে হেঁটে মেটো পথে বাড়িতে আসতো  ।।
(  চলবে )


শরীফ  নবাব  হোসেন  ।