০৯/০৭/২০২০ ইং , বিকাল – ৩ – ১০ মিনিট


সবার প্রিয় – ০১ । ।


শিশুর পবিত্র হাসি
হৃদয়ে মুগ্ধতার রাশি
মায়ের আদর মাখা হাসি
সকল দুঃখ-ব্যথা অবিনাশী
মায়ের স্নেহ , মমতা , ভালোবাসা
সবার ই থাকে পাবার প্রত্যাশা
বাবার শাসন , লালন-পালন , আদর-যত্ন
জীবন ও জগতের অতুলনীয় রত্ন
মানুষের ভালোবাসা
মানুষেরই পাবার আশা  ।


সুন্দর , মহৎ সৃষ্টি  কর্ম
তৃপ্তির অবলোকন  মানব  ধর্ম
সহজ , সরল , মুগ্ধ  আচরণ
সবার  অন্তরে করে বিচরণ
চারু , শুভ্র , কল্যাণকর  অবদান
হ্রাস করে সমাজের ব্যবধান
মুক্ত   মনের চর্চা
আনে শুভদের বার্তা
মুক্ত  মনন ও চিন্তার বিকাশ
উজ্জ্বল সভ্যতার প্রকাশ  ।


ধরাধামে অকপট ব্যবহার
অন্তরে প্রশান্তির বিহার
সত্য ও ন্যায়ের পূজা
প্রাণ কে রাখে আলোকিত তাজা
নিখুঁত , সুচারু জ্ঞানের অন্বেষণ
দীপ্তিময় সমাজের সম্ভাষণ
মেনে চলা অকাট্য যুক্তি-তর্ক  
বিনাশ হয় অকাজ , অনর্থক বিতর্ক  
ধর্মের  সাধন মঙ্গলময় কর্ম
এটাই মঞ্জুল  জীবনের বর্ম   ।


স্বভাবে , কাজে সতত নিরহংকার
চিত্তে হিল্লোলিত হৃষ্ট তার ঝংকার
কাম্য নয় নিরন্তর  প্রাচুর্যের  আশা
তাতেই সুখী আত্মা , সমৃদ্ধি   সমাজের অন্বেষা  
মানুষের অবিচল কর্ম   মানুষের জন্য
সবার তুষ্টি তে  হবে , সবাই চির অনন্য  । ।


বিধাতার অকৃত্রিম কান্তিমান  যত সৃষ্টি
সবার মানসলোকে চিরন্তন প্রিয়
আর ক্ষিতির অযুত অসত্য , জঞ্জাল , ভেজাল , অপকীর্তি ও অসুন্দর
মানব জাতির কাছে অতীব অপ্রিয় !  


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , চট্টগ্রাম ।