তারিখ  ঃ – ০৭/১০/২০২২   ইং  ।


‘’  যে ইসতিখারা করে
সে ব্যর্থ হয়না  ,
যে পরামর্শ করে
সে অনুতপ্ত হয় না  ,
এবং
যে মিতব্যয়ী হয়
সে দারিদ্র্য ক্লিষ্ট হয় না  । ‘’


আল  হাদীস  , ( তাবারানী  )  ।।



সবই  নশ্বর  ।।


ভাংবে মেলা
শেষ হবে খেলা
ফুরিয়ে যাবে বেলা
অ- মন করিস কেন
হেঁয়ালিপনায় অবহেলা  ?
সৃষ্টির সুরম্য ------------
ভুবন ও মানবের তরে
সম্পাদন হব করতে
সৃষ্টিকর্তার অর্পিত
দায়িত্ব ও কর্তব্যের পালা ।।


সবশেষে বিনা শর্তে
আত্মসমর্পণে
শূন্য দেহে
যেতে হবে
প্রভুর দরবারে ,
জবাব হবে দিতে
আমলের হবে
হিসাব-নিকাশ
সারা জনম কী করেছি  ?
আপন খেয়াল খুশি মত
এরপর----------
ভাসতে হবে
অথৈ ই অসীমের ভেলায়  ! !


শরীফ  নবাব  হোসেন  ।