তারিখ ঃ – ১৯ – ০৯ -২০২১ ইং , সময় – রাত – ১০ – ৫৫ মিনিট ।


সম্প্রীতি ,  ভালোবাসা  ও  শান্তি  ।।
( মানুষের জন্য শান্তি  ও  শান্তির  জন্য  মানুষ – আন্তর্জাতিক  শান্তি  দিবসের  সমর্থনে  নিবেদন । )


সম্প্রীতি ,  ভালোবাসা , আন্তরিকতা , বিশ্বাস
পারস্পরিক  বোঝাপড়া , সহ-অবস্থান , মিলমিশ
তুষ্টি বজায় থাকে অহর্নিশ  ।


সামাজিক ন্যায় বিচার , সাম্যতা , নিরপেক্ষতা
সুষম বণ্টন , কাজের  সমান সুযোগ প্রতিষ্ঠা  
আনে স্থিরতা , নিঃশেষ করে বৈরিতা ।


সকল  মানব  এক-অভিন্ন
থাকা  চাই না ভেদাভেদ
ধর্ম , বর্ণ , জাতি , সম্প্রদায়  হোক বহু বিভেদ ।


বৈষম্য , স্বজন প্রীতি  বাড়ায় অশান্তি
যার যা প্রাপ্তি তে আছে প্রশান্তি
কেউ কাউকে না ঠকানো ই শান্তি ।


যার যা অধিকার  
অনায়াসে পাওয়া চাই
তাতে রয়েছে শান্তির ঠাঁই ।


সর্বদা  সব মানুষের বাঁচার অধিকার
হয় যদি সুনিশ্চিত
গাইতে পারবো সন্তোষের গীত ।


মানুষের মৌলিক  চাহিদা ও সমস্যার
পাবে সুষ্ঠু প্রতিকার
কমে যাবে অসন্তোষের হাহাকার ।


যে যার নিজ ধর্ম-কর্ম নির্বিঘ্নে
চর্চায় রত সহজাত পালন
থাকবে  সহযোগিতা , নহে বারণ ।


ধর্মীয় ধ্যান-জ্ঞান , অনুভূতি , লালন-পালন
নিরবচ্ছিন্ন তায় চলবে মানব কল্যাণে  
এটাই সহায়ক শমতা-সুরূপ বসুমতি গঠনে ।


স্বভাব , আচার-আচরণ , ভিশন -মিশন সম্পাদনে
কখনো নয় অন্যকে আক্রমণ  
হবে না অনাকাঙ্ক্ষিত ঘটনার সংক্রমণ !


জীবন বোধ , মূল্যবোধ , প্রাত্যহিক অনুশীলনে
প্রতিনিয়ত  জাগবে মনুষ্যত্ব ও অপার মানবতা
পতাকা উড়বে নিয়ে প্রতীকারের বারতা ।


এ বসুন্ধরায় বসবাসের অধিকার সব মানুষের  
সকল আদম সন্তানের এ সুরম্য বিশ্ব প্রকৃতি
সবাই মিলে গড়বো স্বর্গীয় প্রীতি  ! !


শরীফ নবাব হোসেন ।