তারিখ ঃ – ২৩/০১/২০২১ ইং , সময় –রাত – ৯- ০০ টা ।


সংক্ষিপ্ত   জীবন   সফর  ।।


জীবনের সফর সংক্ষিপ্ত
অতি অল্প সময়ের
কিন্তু , চাহিদা ঢের বেশী
খায়েশ পূরণ করি মনের ।


ইচ্ছা করলে এ ধরায়
বেশী দিন যাবে না থাকা
উপর ওয়ালা দিলে ডাক
সব হয়ে যাবে ফাঁকা ।


জীবনের গন্তব্য নির্ধারিত
তবে তা কেমন জানা দূ্রহ
যখন তখন এর উইকেট
পতন হয় অহরহ ।


চলি না মোরা  সোজা রাস্তায়
চলতে থাকি সদা বাঁকা
প্রাণে জেগে থাকে অবিরত
লোভ-লালসার ছবি আঁকা ।


জীবন আনন্দ , জীবন বিষাদের
ভবে সহস্র রঙ্গ-ঢঙ্গ
অদৃষ্ট  ধরলে  পরে
সকল তামাসা নিমেষেই ভঙ্গ ।


আত্মা নিঃশেষ হলে একবার
ফিরে আসবে না আর
ভূ্লের মাশুল শোধ্‌রাবার
সুযোগ পাবো না আবার ।


তাইতো মানুষের স্বল্প আয়ুষ্কালে    
সঠিক হিসেবে চলা উচিত
খাম-খেয়ালিপনার গড্ডালিকায়
গা ভাসানো অনুচিত ।
  
খাওয়া-দাওয়া , প্রমোদ-উল্লাস
ভোগ বিলাসে নেই মানা
সবকিছুতেই থাকবে সৃষ্টির প্রতি প্রেম
                আর -
বিশ্ব  নিয়ন্তার আনুগত্য  ষোল আনা ।


স্বল্প সময়ে পৃথিবীতে
আমাদের দায়িত্ব  অনেক
সৃষ্টি কে সযত্নে  লালিত করে
স্বপ্নের  বিশ্ব কে সাজাবো ক্ষণেক ।


ভুবনে মানব জীবিকার মোহে অজ্ঞান
নির্মল , সুশ্রী জীবনের করি না সন্ধান
তাইতো চলার পথে শুধুই অশান্তি
ইহকাল ও পরকালে মিলবে কী প্রশান্তি  ?


সময় নষ্ট  না করে মানবজাতি
করতে হবে ইতিবাচক-পুণ্য কাজ
নইলে জীবন তরী অকূলে
ভেসে যাবে আজ ।


আমরা এসেছি পুনরায় যাবো চলে
শুভ কর্মের চিহ্ন  রেখে যাবো ধরাতলে
মায়া-মমতায় , ভালোবাসায় গেঁথে দেব জীবন
বেঁচে রব অবদানে হয় যদি মরণ !


শরীফ নবাব হোসেন ।