তারিখ ঃ – ২৯/১০/২০২২   ইং ।


শরীফ নবাব হোসেন ।


শরতের  মুগ্ধতা  ! !


শরৎ প্রকৃতি তে কোমলতার আবির্ভাব
যেন মায়াবী রাজ-নন্দিনীর নান্দনিক প্রভাব
তার মোহনীয় রূপ মাধুরীতে –
কার না মনে কাটে দাগ !


বর্ষার অভিরাম প্রবল বর্ষণ
গ্রীষ্মের রুদ্র রুক্ষ স্বরূপ
শরৎ আনে মনোহরী স্নিগ্ধতা
হৃদয়ে ঢালে অবারিত মুগ্ধতা ।।


হালকা নিঃশব্দে ঝরে শিশির
দুর্বাঘাসের ডগায় মুক্তার হাসি
ভাঙা ভাঙা সাদা কালো নীরদে নির্মল নীলিমা
খোলা-মেলা গগনে উড়ে বেড়ায় পাখিরা
দর্শনে চিত্ত জুড়াই আমরা ।।


মৌ মৌ পাকা তালের সুগন্ধে
পিঠাপুলি খেতে মহা আনন্দ
জামবুড়া , আমড়া , আমলকি নয়তো মন্দ
ক্ষেতে-খামারে হরেক শাক-সবজির শোভা
ভোরে ভানুর রাঙা উজল আভা
শরৎ ঝলমল বৈকালীন ভ্রমনে মন চাঙ্গা ।


শ্রাবণের পর শুরু ভাদ্র-আশ্বিনের   শরৎ
তারই পরশে সে সেজেগুজে মনোরম সতেজ
গাছপালা , ফুল-ফলে শ্যামলের  আমেজ
নদীর ধারে অপরূপ কাশফুলের সমাবেশ
মেঠো পথে দামাল হাওয়ায় দুরন্ত দুহিতার এলোকেশ
নিসর্গের নিবিড় চারিপাশে চারুতার আবেশ
তাইতো এত পছন্দ , শরৎ প্রেয়সীর মনোহর পরিবেশ  ! !


প্রিয় শরৎ মোদের করেছে হিল্লোলে ধন্য
ফুটিয়ে বুকে অজস্র এলোমেলো –
শাপলা , শিউলি , ছাতিম
হিমঝুরি , গগনশিরীষ, মিনজিরি
শেফালি , কলিয়েন্ড্রা, পান্থপাদপ
বকফুল , কাশফুল , অজানা আরো কত বনফুল
আপনি হয়েছে রমণীয় শোভায় অনন্য  ! !


শরীফ নবাব হোসেন ।