২৮/০৩/২০২০, সময় – রাত- ৭-৩০ মিনিট


সৃষ্টির  জন্য  জীবন


(১)


সৃষ্টির জন্য জীবন
ধ্বংসের জন্য নহে
আর্তমানবতার সেবায়  জীবন
নিপীড়নের জন্য নহে ।
অসুস্থকে সেবা ও চিকিৎসার জন্য জীবন
তাঁর থেকে দূ্রে থাকা
বা, তাঁকে দূ্রে রাখা
অথবা বিনা যত্নে  ফেলে রাখার জন্য জীবন নহে ।


সম্পদ কুক্ষিগত করার জন্য নহে
প্রয়োজনে বিলিয়ে দেয়ার জন্য জীবন,
মানুষকে সহায়তা করার জন্য জীবন
অনাদর, অবহেলার জন্য নহে ।
হাত গুটিয়ে বসে থাকার জন্য নহে
যেখানে প্রয়োজন সেখানের জন্য জীবন,
নিরাশার মাঝে আশার আলো জ্বালাবে
জীবন হতাশায় হাবুডুবুতে ডোবার জন্য নহে ।


তুচছ-তাচ্ছিলের জন্য নহে  
বুকে  নেয়ার জন্য জীবন,
আরাম-আয়েশের জন্য নহে
জীবন ত্যাগের দ্যুতিতে জ্বলে উঠার জন্য !


(২)


ক্ষুধার্তের ক্ষুধা মেটাবে
যন্ত্রণাভোগীর যন্ত্রণা লাঘবে রত হবে
ক্রন্দনরতের কান্না থামাবে
অভাবীর অভাব ঘুচাবে
আশ্রয়হীনকে আশ্রয় দেবে
বস্রহীনকে বস্র যোগাবে
এতীমের জন্য বাবা-মার আশীর্বাদ  হবে ।


লাঞ্চিতের পাশে দাঁড়াবে  
অধিকার আদায়ে বঞ্চিতের পাশে থাকবে
দুর্বলের সহায় হবে
উৎপীড়িতের আশার আলো জাগাবে
শক্তি  সঞ্চয় করতে তাঁকে সাহস যোগাবে ,
এসব সৎ-কর্মের  জন্যই উৎসর্গ  হবে জীবন
এখানেই প্রজ্জলিত হবে জীবন নামের সার্থকতা !


অমাবশ্যার  ঘোর অন্ধকার দূর করে
জীবনের জন্য জীবন
রাঙিয়ে দেবে অন্তহীন আলো
ধরার মানব থাকবে নিত্য ভালো । ।


শরীফ নবাব হোসেন, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।