তারিখ ঃ -  ৩১-০৮-২০২১ ইং , সময় – রাত – ১০-১৫ মিনিট ।


সৃষ্টির  অমূল্য  দান !


পুকুর , দীঘি , নদে প্রশান্তির স্নান
দিবাকরের আলো-তাপ গাত্রে মাখা
সুধাকরের স্নিগ্ধ জ্যোৎস্নায় অবগাহন
বাদল ধারায় সিক্ত অঙ্গ-মন
কুয়াশায় কোমল দুর্বাঘাসে পদ চুম্বন ।


মেঘের মায়ায় শীতল ছায়া
পাহাড়ি ঝর্ণায় জুড়ায় কায়া-হিয়া
লেকের নীল অম্বু তে তরী বাওয়া
তরুতলের পবনে উষ্ণতায় শ্রান্তির মায়া
বিস্তৃত শ্যামল ধান ক্ষেতে আঁখির চাওয়া ।


সৃষ্টির এসব শাশ্বত অপরূপের দিশারী
অনন্তকাল ধরে জীবনের উপকারী
এদের পেতে লাগে না কোন মূল্য
প্রাকৃতিক সম্পদ তারা , তাই অমূল্য
ধরায় তাদের নেই কোন সমতুল্য ?


অথচ নশ্বর ভুবনে –
একটু আরাম-আয়েশ , ভোগ-বিলাস
চলাফেরা , উঠা বসা , কাজকর্ম
স্বাচ্ছন্দ্যে  বসবাস
আহার , বিহার , জীবন যাপনে
পরিশোধ করতে হয় কত মূল্য  ! !


শরীফ নবাব হোসেন ।