১৪/১২/২০২০ ইং , সময় – সকাল – ১০-৩০ মিনিট


সৃষ্টির   প্রতি   অনুরাগ  ।।


কবিকে যদি করো অবহেলা
তবু কবিতাকে ভালোবাস অনন্ত বেলা
শিল্পী কে ভালো না বাসো
শিল্প কে গভীর ভালোবাস
চিত্রকর কে আপন নাহি করো
চিত্র কর্মকে মানসে সযতনে রাখো ।


স্থাপত্যবিদ কে কাছে না টান
স্থাপত্য কলাকে চিত্তে র দর্শনে আন
কৃষক কে যদি না দাও মর্যাদা
কৃষি কে দিতে থাক মূল্য সর্বদা
শ্রমিক কে দিতে না পার মূল্য
তাঁর কাজের দাম হবে অতুল্য ।


সাহিত্যিক কে বানাতে না পার বন্ধু
সাহিত্য পাঠে আনন্দ নিতে পার সিন্ধু
বিজ্ঞানী কে না করো সমাদর
তাঁর সৃষ্টি কে করো যথার্থ  কদর
শিক্ষক কে জানাতে না পার প্রকৃত সম্মান
তাঁদের মূল্যবান সুশিক্ষা  ধারণে হও অম্লান ।


ধার্মিক কে নাহি দাও গুরুত্ব আর সম্মান
তাঁর পুণ্য কর্ম  বাস্তবায়নে হও আগুয়ান
সত্যবাদী কে করতে না পার মূল্যায়ন
সততার অক্ষরে অক্ষরে দিতে হবে দাম
সৃষ্টিশীল কোন মানুষ কে যদিও করি অবহেলা
তাঁদের সুচারু সৃষ্টি উৎকর্ষে বসাবো প্রসূ্নের মেলা ।


সাচ্চা কুশলী কর্মী কে দিতে না পার দাম
সু-কর্মের অনুশীলনে ভরিও জীবন মান
সব শুভদ সু্কৃতি  কর্মীর অবদান সৃষ্টি তে সেরা  
ঐ সব কর্ম ও কারিগর কে রাখবো হৃদয়ে মোরা
মহী আলোকিত হয়েছে ধ্যানে সৃষ্টি তে যাঁদের
আমরা প্রত্যহ চিন্তনে-চেতনায়  অনুসরণ করবো তাঁদের  ।।


শরীফ নবাব  হোসেন ।