তারিখ ঃ – ১০-০৯-২০২১ ইং , সময় – সকাল – ৮-৫০ মিনিট ।


সৃষ্টিতে   এক
বসুধায়   বিভেদ ।।


আমরা  এক স্রষ্টার সৃষ্টি
একই ভুবনে বাস
এক বিভাকরের নেই দ্যুতি
একই শশধরের জ্যোতি ।


আমাদের রুধির রং-এ নেই বিভেদ
একই আদমের উত্তর সূরী
এক ভাতি , বারি , পবনে বাস
মানুষের গঠনে আছে কী প্রভেদ ?


মরলে যাবো একই মাটিতে মিশে
আমাদের এত বিভেদ কিসে ?
দেহ হরেক আত্মা এক
জন্ম সবার একই মায়ের পেট ।


বায়ু , জল , ফুল , ফল
গিরি , পয়োধি , কুঞ্জ তল
পশু-পাখি , গাছপালা , কীট-পতঙ্গ
সবই মানুষের নিত্য বাঁচার সঙ্গ ।


মাথার উপর একটাই নীল আকাশ
পদতলে সবার অনুরূপ মৃত্তিকা
লালিত পালিত , উজ্জীবন এক বিশ্ব প্রকৃতিতে
হয় না কেন আত্মা  তাদের ন্যায় খাঁটি !


তবে মানবের মনুষ্যত্ব কেন এত দুর্বল
মানবতা ডুবে গেছে সিন্ধুর অতল
আমরাই ধ্বংস করছি নিজেদের আশ্রয় স্থল
ভালোবাসা কেন এত হিম-শীতল  ?


শরীফ নবাব  হোসেন ।