০৪/১২/২০২০ ইং , রাত – ৬-৪০ মিনিট ।


শুধু  আনুষ্ঠানিক তা  নয়  ?


শুধু আনুষ্ঠানিক তা নয়
র্যালী , মিছিল নয়
সেমিনার নয়
সিম্পোজিয়াম নয়
সভা-সমাবেশ নয়
পোস্টার , ব্যানার নয়
প্রচারণা নয়
চাই কর্মে বাস্তবায়ন ।


শুধু ধর্মের কথা
মুখে বলা নয় ,
ধর্মের বাণী শোনা নয়
ধর্মের প্রচার নয়
ধর্মের আনুষ্ঠানিক তা নয়
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় ।


ধর্মের মর্মবাণী উপলব্ধি  করে
ধর্ম কে অনুধাবন করে
ধর্মের নির্যাস আত্মস্থ  করে ,
তা কর্মে  প্রয়োগ করা
নিজ জীবনে বাস্তবায়ন ই
আসল কথা ও কাজ ।


মহৎ ব্যক্তি ও আদর্শ বান নেতাদের
শুধুমাত্র
গুণগান গাওয়া নয়
তাঁদের জন্ম বার্ষিকী
মৃত্যু বার্ষিকী পালন নয়
ছবির সাথে ছবি দিয়ে
( নেতার ছবি ছোট ,
নিজের ছবি বেশ বড় )
পোস্টার ছাপানো নয় ,
তাঁদের শিষ্য ও ভক্ত  
পরিচয় দেয়া নয় ,
ঐ সব গুণী ও মহান ব্যক্তিদের
আদর্শ , গুণ ও সৎ কাজ গুলো
ব্যক্তি , সমাজ ও রাষ্ট্রিয়  জীবনে
প্রতিফলন ঘটানো মৌলিক কাজ ।


মহান পুরুষ দের কে পুঁজি বানিয়ে
মহা উৎসবে দুর্নীতি এবং
দায়িত্বের ও কর্তব্যের
অবহেলা , অপব্যবহার
এটা কোন করণীয় নয় ,
তা জঘন্যতম ঘৃণিত কাজ ?


স্ব দেশের ইতিহাস
ঐতিহ্য , কৃষ্টি-সংস্কৃতি
বীরত্ব গাঁথা , ভাষা-সাহিত্য
ও জাতির অবদান নিয়ে
চিৎকার করা
বড় অহংকারের বিষয় নয় ,
এসব জাতি সত্তাকে
মনে প্রাণে ধারণ করা
লালন করা
পালন করা
চর্চা  করা
সারগর্ভ  ও সৌন্দর্যের শ্রেষ্ঠ  কাজ !


সার ভাষণ হলো –
আমরা লোক দেখানো উৎসব আয়োজন
অনেক বেশী করি ,
প্রকৃত জাতির কল্যাণকর দিকের  
অনুসরণ , অনুকরণ , অনুশীলন ও পালন
করি ঢের কম ,
যা দেশ ও জনগণের অনুকূলে
অন্তঃসার শূন্য বাহুল্য তা বৈকি  ! !


শরীফ নবাব হোসেন ।